যুদ্ধাপরাধী যে দলেরই হোক না কেন, যে ধর্মেরই হোক না কেন, যে দেশেরই হোক না কেন তার একমাত্র শাস্তি মৃত্যুদন্ড।
আমি গতকাল একটি পোস্ট দিয়েছিলাম " যুদ্ধাপরাধীদের বিচার চাই .... ম খা আলমগীর ও প্রধানমন্ত্রীর বেয়াই এর যুদ্ধাপরাধের দলীল সংগ্রহ করছি। সহযোগীতা করুন "
জামাতী ব্লগাররা আমার পোস্টটি ভিজিট করলেও কোন মন্তব্য না করেই ফিরে গেছে। আমার স্পস্ট কথা হচ্ছে, ম খা আলমগীর ও খন্দকার মোশাররফের বিরুদ্ধে ১৯৭১ সালে হত্যা, নির্যাতন, ধর্ষন, ধর্মান্তরিতকরনের প্রমাণ পাওয়া গেলে শাহবাগ স্কয়ারে তাদের বিচার চাওয়া যুক্তিসঙ্গত।
কারো কাছে ১৯৭১-এ তাদের মানবতাবিরোধী অপরাধের প্রমান পাওয়া গেলে পোস্টের মন্তব্যে যুক্ত করবেন। তরুন প্রজন্মের কাছে বিষয়টি খোলাসা হওয়া প্রয়োজন। গ্রহনযোগ্য প্রমাণ না পাওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগকে আমি অপপ্রচারই বলব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





