
"সৌদি বাদশাহর সবচেয়ে বড় মূর্তি উন্মোচন
আন্তর্জাতিক ডেস্ক | সোনালীনিউজ ডটকম
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০১৬, বুধবার ০৩:৩৪ পিএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৬, বুধবার ০৩:৩৪ পিএম
সৌদি আরবের ৮৬তম জাতীয় দিবস উপলক্ষে দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সবচেয়ে বড় প্রতিকৃতি উন্মোচন করা হয়েছে।
মঙ্গলবার বন্দরনগরী জেদ্দায় সেখানকার শিক্ষা বিভাগের পরিচালক আবদুল্লাহ আল থাকফি প্রতিকৃতিটি উন্মোচন করেন। এসময় শিক্ষা ও নিরাপত্তা বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সৌদি গেজেটের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বাদশা সালমানের এই প্রতিকৃতিটি তৈরি করেছেন সৌদি চিত্রশিল্পী মোহাম্মদ আসিরি। ২১৬ বর্গমিটার উচ্চতার এই প্রতিকৃতিটি সম্পন্ন করতে তিনি ৪০ দিন সময় নেন।
বিশ্বের সবচেয়ে বড় প্রতিকৃতি হিসেবে সালমানের ছবিটিকে স্বীকৃতি দিতে এরইমধ্যে গিনেজবুক কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে সৌদি শিক্ষা বিভাগ।
সোনালীনিউজ/ঢাকা/এমএইউ"
------------------------------------------------------------------------------------------------------------------------------
এটা পুরনো খবর। ইসলামে মুর্তিপূজা নিষিদ্ধ! নিষিদ্ধ মুর্তি বানানোও। তাইতো ইসলামের খেদমতকারীগণ মুর্তিপূজাকারীকে অপছন্দ করেন।
কিন্তু গত বছরের সেপ্টেম্বর মাসে যখন খোদ সৌদি আরবেই বাদশাহ্র মুর্তি উন্মোচন করা হল তখন বাংলাদেশের কাঠ-মোল্লাতো দূরের কথা পৃথিবীর কোন মুসলিম দেশ থেকেই তার প্রতিবাদ করা হয়নি।
হযরত শাহ জালাল ইয়েমেনের লোক, সেই ইয়েমিনিদের যখন সৌদিরা বিনা বিচারে হত্যা করছে তার কোন প্রতিবাদ আমি কোন মুসলিম দেশ বা কোন মোসলমানের কাছ থেকে দেখিনি।আর বাংলাদেশেতো নয়ই।
একজন কামাল আতাতূর্ক কেন প্রয়োজন আমাদের?
সন্দেহ নেই বিশাল এক ভোট ব্যাংক যাতে হাতছাড়া না হয়ে যায় সে জন্য আমাদের সন্মানীতা প্রধানমন্ত্রী মোসলমান ভোটারদের ক্ষ্যাপাতে চান না। তিনি ভুলে যান জন্মগতভাবে মোসলমান হলেও এদেশের অধিকাংশ মানুষ এখনও যৌক্তিক চিন্তাই করেন। তিনি ইচ্ছে করলেই নৈতিকভাবে বলিয়ান হতে পারেন আধুনিক তুরস্কের জনক কামাল আতাতুর্কের জীবনী থেকে, তৎকালীন সময়ে অর্থাৎ ১৯২৪ সালের ৩রা মার্চ দীর্ঘ দিনের চলে আসা সংস্কার ও রীতিনীতি উপেক্ষা করে প্রবল পরাক্রমশালী খিলাফত ভিত্তিক শাসন ব্যবস্থার বিলুপ্তি ঘোষণা করেন; তারও আগে ১৯২২ সালেই সালতানের বিলুপ্তি ঘটে। কামাল আতাতুর্ক অনুধাবন করতে পেরেছিলেন বড় ধরণের সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় সংস্কার ছাড়া তূর্কীদের আধুনিকায়ন সম্ভব নয়। সে লক্ষে তিনি ধর্মকে ব্যবহার করা যায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যতগুলো নিয়ামক আছে তার সবই বন্ধ করে দিয়েছিলেন।
১৯২৫ সালে মোস্তফা কামাল তূর্কীদের আধুনিক পোশাকের ব্যাপারে উৎসাহিত করেন। তিনি অফিস আদালতে সরকারী কর্মচারীদের আরবীয় পোশাক পরা নিষিদ্ধ ঘোষণা করেন। তিনি নারীদেরও আধুনিক পোশাকের প্রতি উৎসাহিত করেন, কেননা তিনি বুঝতে পেরেছিলেন, পোশাক, খাদ্যাভ্যাস ও জীবন ধারণের অন্যান্য ব্যাপারগুলো মানুষের প্রগতির পথে কি রকম অন্তরায় সৃষ্টি করতে পারে।
এবারে আমি আমার মূল আলোচনায় আসছি। সেই ১৯৯১/৯২ সাল থেকে শুরু হয়েছে বাংলাদেশে এদিক সেদিক লুকিয়ে-ছুকিয়ে শহীদ মিনার ভাঙ্গা। তৎকালীন সময়ে বাঙালী কৃষ্টি ও সংস্কৃতির প্রতি উদাসীন বিএনপি সরকার ও তাদের ছত্রছায়ায় থাকা স্বাধীনতা বিরোধী জামায়েতের ছিল প্রছন্ন সহযোগিতা এসমস্ত কাজে। এর পরে পার্বত্য এলাকায় রামু মন্দিরে হামলা ও বিচ্ছিন্ন ভাবে এদিক সেদিক হামলা ধারাবাহিকভাবে চলেই আসছে।
বেশ কিছুদিন আগে বাংলাদেশ ওলামায়ে লীগের আন্দোলন থেকে ব্যাপারটা আমার নজরে আসে। তাদের দাবী বাংলাদেশ সুপ্রীমকোর্টের প্রাঙ্গণ থেকে অধুনা স্থাপিত নারী মুর্তি সরাতে হবে। কেন সরাতে হবে? এটা নাকি ইসলাম বিরুদ্ধ। স্বীকার করে নিলাম ইসলাম বিরুদ্ধ, তাহলে আপনারা যারা মোসলমান আছেন তারা কেন ২০১৬ সালের সেপ্টম্বরে সৌদি আরবে বাদশার মুর্তি স্থাপনার প্রতিবাদ করলেন না? তাহলে কি আপনারা সিদ্ধান্ত নিয়েছেন আর কোনদিন সৌদি আরবে হজ্জ্ব করতে যাবেন না? আপনারা যারা মোসলমান তারা পবিত্র ঈদের সময় সৌদিদের দ্বারা অসংখ্য ইয়েমেনিদের হত্যাকাণ্ডের কেন প্রতিবাদ করলেন না? আপনারা কি ধরে নিয়েছেন মোসলমান দ্বারা মোসলমান হত্যা জায়েজ? শুধুমাত্র বিধর্মীরা মোসলমানদের হত্যা করলেই সমস্যা?
প্রিয় প্রধানমন্ত্রী আপনি শেখ মুজিবের কন্যা বলেই এখন ক্ষমতায় আছেন। বঙ্গবন্ধু কখনোই সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করেননি। তারপরেও তিনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিলেন নির্বাচনে। জনগনের জন্য কাজ করুন, দেশের জন্য কাজ করুন। কামাল আতাতুর্ক হোন প্রয়োজনে, মোল্যাদের রাজনীতি বন্ধ করে দিন, মৌলবাদ ছড়ানো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিন, হিজাব যা আমাদের সংস্কৃতির ধারক-বাহক নয় তা নিষিদ্ধ করুন আইন করে তাহলেই আমাদের স্বকীয়তা রক্ষা পাবে। বঙ্গবন্ধুর আদর্শের কথা বলবেন কিন্তু তার স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখে তা বাস্তবায়নের জন্য কাজ করবেন না তা হওয়া উচিৎ না।
১৩ই মার্চ ২০১৭
যুক্তরাজ্য।
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




