অণুকাব্যঃ
অজ্ঞাত পুরুষ
সান্তরাল রেখাতো টানাই ছিল
তবু চেয়েছো যতটুকু অদৃশ্য ঋণ রয়েছে মোদের
ঐটুকুরও হোক অবসান;
কিছুই বলনি
তবু ঠোঁটের কোনের তিলটার হয়েছে নিপাত,
ওখানেই ভালবাসার প্রথম দৃশ্যমান উৎপাত
এঁকেছিল এক আপাত অজ্ঞাত পুরুষ।
১৭ই নভেম্বর ২০১৮
যুক্তরাজ্য।
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




