গত কয়েক মাস ধরে ব্লগ লিখছি। একটা বিষয় লক্ষ্য করছি যে সামুর ব্লগরা সব ছদ্ম নামিক। আমি বুঝছি না। এখানে স্বাধীন ভাবে মতামত প্রকাশের অধিকার রয়েছে সেখানে ভয়ের তোড়ে কি সামুর বাঘা বাঘা ব্লগরার ছদ্মনামায়িত? যদি ভয় পেয়ে থাকেন তবে ব্লগ লিখতে আসেন কেন? মাথায় ঘুমটা দিয়ে কাজলা দিদির গল্প শুনুন গিয়ে। ব্লগরা আসিফকে যখন জবির ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল সে কি ভয়ে কাপছিল? সৎ সাহসের অভাব যদি থেকে তাকে তাহলে আপনাদের মতো ছদ্ম নামিকদের ব্রগে উকি দেয়ার কি দরকার। কণ্ঠের আওয়াজ তুলুন ব্লগের পাতায়। আজ আপনাদের কারনে অনেক সাহসীরা পর্যবশিত। সুযোগ দিয়ে কারও সুযোগ নেয়া যায়। কিন্তু সেটি সাময়ীক। আপনাদের কাছে অনুরোধ করবেকা স্ব নামে ব্লগে লিখুন। উদ্ভদ সব নামে আসবেন না। মনে রাখবেন বীরবল, ভানু কিংবা দুঃখু দিয়ে রবীনন্দ্রনাথ, জীবনান্দ কিংবা নজরুল হওয়া যায় না। আপনার ভাল না লাগলে সেফ চোখে সসা দিয়ে রুপ চর্চা করুন। এভাবে লুকায়িত শক্ত দেখার অভ্যাস হারিয়ে ফেলছি। আশা করি এ্খানে কোন বিতর্কের জন্ম দিবেন না।
আর এখানে অনেক ভদ্রলোক (ছদ্মনামিক) বিপক্ষে মত দিয়েছেন। তা;দের উদ্দেশ্যে বলি আপনাদের শক্তি কম। সাহস কম।যদি না হতো আপনাদের কে পরাধীন রাষ্ট্রের অন্ধকারে নিমজ্জিত করে রাখা উচিত। সামুর মতো স্বাধীনচেতাকে কাছ দিনে দিনে ধ্বংস করার পাঁয়তারা বন্ধ করতে হবে
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০১২ সকাল ৮:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




