আমার এ পোষ্টিটির শিরোনাম দেখে বুঝে ফেলেছেন আসা করি আমার এ পোষ্টটি কোন বিষয়ের উপরে ।
আমার পোষ্টটি ব্লগে জেনারেল হওয়া পরে সেফ হওয়া ও নির্বাচিত পাতায় লেখা যাওয়া নিয়ে সমমিলিত বিষয় যাদের মন খারাপ তাদেরকে নিয়ে ।
না ভাই আপনে যা ভাবছেন আমি তা নই আমিও আপনাদের মতও না
আপনাদের চেয়েও অনেক নিম্ন মানের ও নতুন একজন লেখক ।
বিষয়তা নিয়ে লেখতাম না । লেখার কারনো আমি জানি না । তার পরেও কেন জানি আমার এ লেখা ।
যাই হোক চলুন মূল বিষয় কথা বলি ব্লগে অনেকে অনেক ভাবে পোষ্ট দেন ব্লগে সে কেন জেনারেল সে কিভাবে সেফ হবেন আবার অনেকে পোষ্ট দেন তার লেখাগুলো কেন নির্বাচিত পাতায় যায় না । আমি তাদেরকেই বলছি ভাই আপনি ব্লগে জেনারেল না সেফ সেটা কিন্তু ব্লগে আসল বা সঠিক কোন বিষয় না ।
আসল ও সঠিক বিষয় হলো আপনি কেমন লেখছেন ও আপনি কি কি বিষয়ের উপরে লেখছেন । আপনার লেখার মান দন্দ কি ধরনের আপনার পাঠক চাহিদা কি রকম ।
দেখা গেছে আপনার লেখা ভাল হলে আপনি জেনারেল না ব্লগে সেফ হয়ে আছেন বা আপনার লেখা নির্বাচিত পাতায় গেছে কি যায় নাই তাতে কিছু আছে বা যায় না ।
আপনার লেখা ভাল হলে এমনেই দেখবেন আপনার পাঠকেরা আপনার লেখা পোষ্ট খুজে তারা নিজেরাই পড়ে নিবে ।
আসা করছি তাতে একটু কষ্ট মনে ককরবে না আপনার পাঠকেরা ।
তাই বলছি কি ভাই যারা এ বিষয় গুলো নিয়ে মন খারাপ করেন তারা মন খারাপ না করে যত পারবেন ভাল ভাল পোষ্ট দিবেন এবং যত বেশি বেশি পারবেন ভাল ভাল মন্তব্য করবেন ।
কেউ আমায় ভুল বুঝবেন না এ কথা গুলো একান্তই আমার কথা।
সকলে ভালো ও সুস্থ থাকুন সকলের জন্য শুভ কামনা থাকলো ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




