
আরে সবারই মা বোন আছে ,এবং স্ত্রী, কন্যা,ও আছে তাই বলে
সব দোষ একক ভাবে একদিকে ফাসিয়ে দেওয়াটাও অন্যায় ।
যেমন এই যে নতুন আইন করছেন মোবাইল ফোনে কথা বললে এবং মহিলা সিটে পুরুষ বসলে জেল ও জরিমানা ।
অবশ্য গাড়ি ড্রাইভ করার সময় চালককে তার গাড়ি গতিবিধির
উপরেই নজর রাখা উচিত,অর্থাত চালককে গাড়ি কন্ট্রল করে চলাতাই বেষ্ট।আর সে ক্ষেত্রে গাড়ি চলাকালিন চালকের সাথে
গাড়ির কোন যাত্রী কোন বিষয় কথা না বলাই উত্তম ঠিক একই ভাবে গাড়ির চালককেও এ বিষয়গুলো মাথায় রেখে
গাড়ি ড্রাইভ করার সময় চালকের কোন যাত্রী এবং মোবাইল ফোনে কোন কথা না বলাটাই উচিত এবং এ বিষয়গুলো
মেনে চলা উচিত ।আর সে দিক দিয়ে গাড়ি ড্রাইভের সময় ফোনে কথা বললে জেল জরিমানা ঠিক আছ


কিন্তু তাই বলে কোন পুরুষ যদি গাড়িতে উঠার পরে তিনি মহিলা সিট খালি পেয়ে বসেন আর সে জন্য তাকে জরিমানা
এবং জেলে যেতে হয় তাহলে যখন একজোড়া দম্পতি একটি গাড়িতে উঠার পড়ে স্বামী শ্ত্রী দুজনে এক সিটে বসে যান,
তখন তার পাশে বহু পুরুষ যাত্রী বাসের লোহা ধরে বাদড়ের মত ঝুলে দাড়িয়ে থাকেন সে ক্ষেত্রে ওই সকল পুরুষেরা
আইনের কি সহয়তা পাবেন । স্বামী শ্ত্রীদের কথা বাদই দিলাম আজকাল অনেক সময় দেখা যায় মহিলারা বাসে উঠে
সামনে মহিলা সিট খালি থাকা স্বর্তেও তারা পিঁছনে যেয়ে পুরুষের সিঁট দক্ষল করে বসে থাকেন,আর সেসব ক্ষেত্রে অনেক
সময় অনেক পুরুষকে দাড়িয়ে গাড়ি ভ্রমন করতে হয়।
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



