কাশবনের পরী তুমি,
গোলাপের মত লাল।
হরিনীর মত চাহনি তোমার,
থাকুক চিরকাল।
.
মুখের হাসিতে অমৃত আছে,
চোখের পলকে ধাধা।
রুপের রানী সেইতো তুমি,
সবাই পড়বে বাধা।
.
চুল যে তোমার মেঘকালো,
চুল দেখে মেঘ লাজে লুকালো।
কোথা থেকে আসলে পরী?
থামলে কাশবনে,
বন যেন আজ আলোয় ভরা তোমার রুপের গুনে।
.
সৃস্টিকর্তা সৃষ্টি করে তোমায় অগোচরে,
পাঠিয়ে দিলেন সবার মাঝে,
গুন ছড়ানোর তরে।
.
চোখ জুড়ালো মন ভরলো আশা হলো শেষ,
তোমার ঐ ডাগর চোখেই হলাম নিরুদ্দেশ।
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



