
দিন শেষে ক্লান্ত এ মন- চুপিচুপি রয়
কি চেয়েছি আর কি পেয়েছি
তাহা সব ভুলে ইতি টানা হয় !
আলো বিহীন রাতের দেশে
সময় কেটে যায় ঘুমের বেশে ।
সকালের নতুন সূর্য্যদয়ে
ফুটুক মুখে নতুন হাসি ।
পুরানো দিনের শেষে
নতুন জীবনের প্রাঙ্গনে এসে !
বি : দ্র :- যদি কোনো ভুল থাকে অথবা অন্য কিছু যেটা আপনার টিক মনে হয়নি , দয়া করে ধরিয়ে দিলে খুবই উপকৃত হবো ।ধন্যবাদ আপনাদের সবাই কে ।
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




