মাননীয় কর্তৃপক্ষ আমাকে ব্লগে ব্যাক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে। ব্লগের কতিপয় প্রগতিশীল ব্লগার আমার পোস্টে কমেন্টের সাধ্যমে এই হীন কাজ করেছে। ঝাঁপিয়ে পড়েছে আমার উপর হিংস্র হায়েনার ন্যায়। এদের এহেন আচরণ দেখে শুধু আমিই নই, পুরো ব্লগই স্তম্ভিত, নির্বাক। এই নির্মম ও নিষ্ঠুরোচীত আক্রমণের তীব্র প্রতিবাদ জানাই।
রাজামশাই বলেছেন: মারহাবা! মারহাবা! ওরে আমি মুগ্ধ।
কৌশিক বলেছেন: ইউ আর সিম্পলী সিম্পলী জিনিয়াস। হ্যাটস অফ
চিকনমিয়া বলেছেন: পুলাডা জিনিয়াস
আরিফ থেকে আনা বলেছেন:
বিবর্তনবাদী বলেছেন: হুম....... আপ্নে একটা জিনিস!!!
সিক্স স্ট্রিং বলেছেন: জটিলস্ অইছে
সাইফুর বলেছেন: নাফিস ভাইজান তো বেশ ভালো পোষ্ট দেন...পোষ্টে: +
বিবেক সত্যি বলেছেন: আপনে একটা জিনিশ
একরামুল হক শামীম বলেছেন: দারুন
সুমাইয়া মুনিরা বলেছেন: হুম পুরা হিট পোষ্ট, ভালো লাগলো
মেহেদী ইকবাল রমি বলেছেন: এটা একটা কঠিন জটিল পোস্ট। মারহাবা...
নরকের পাপী বলেছেন: আপনে হালার একটা মাল!!! এতোদিন আসিলেন কই??
নোবেলজয়ী বলেছেন: উড়াইয়া দিসেন... ১০০+ (আসলে একটাও দেই নাইক্ক্যয়্যা)
এদের অত্যাচারে আমি অনেকদিন ধরেই অতিষ্ঠ। আর সহ্য করতে না পেরে এই পোস্ট দিলাম। হায় আল্লাহ.....(হাফ লেডিসের মতো গলায়).....এখন আমার কি হবে?
* ব্লগে আজকাল এহেন পোস্টের ছড়াছড়ি দেখে ভাবলাম....আমিও একখান দেই...এগুলার খুব কাটতি যাচ্ছে....অবশ্য যাদেরকে ফলো করলাম তাদের মতো ভালো হয়নি
* এই পোস্টেও যদি কাজ না হয় তাহলে উল্টাপাল্টা পোস্ট দিয়ে ব্যান খেয়ে ২য় নিক খুলবো, আর ঐ নিক দিয়ে পোস্ট দিবো "জনপ্রিয় ব্লগার নাপিষ ইপতেক্ষারের বিরূদ্ধে হীন কর্মকান্ডের তীব্র নিন্দা জানাই।"
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




