স্থান: মেগাসিটি বাস (মতিঝিল-ধানমন্ডি, মতিঝিল যাওয়ার পথে)
সময়: ২০ ই আগস্ট , বুধবার, বেলা ২.১৫ মিনিট আনুমানিক
সেদিন বাসে অনেক ভিড় ছিল.....পুরো পথ আমাকে দাঁড়িয়ে যেতে হয়েছে। লোকটা একটা সিটে বসে ছিল.....হাতে একটা ফটোর দোকানের প্যাকেট। একটু পরপর লোকটার মোবাইলে কল আসছিলো। প্রথম দিকে অতটা খেয়াল করিনি.....পরে সে এমন কিছু কথা বলা শুরু করলো যে খেয়াল না করে পারলাম না। তার মধ্যে কিছু বাক্যাংশ এমন: "দুবাইয়ের ফ্লাইট", "সিটের নিচে পলিথিন মোড়ানো.....", "আমি নিজে ইমিগ্রেশনে থাকবো - আমার লোক আছে", "প্রত্যেক গেটে যেন লোক থাকে".......
লোকটাকে দেখে বেশ ধুরন্ধর ও বহু ঘাটের জল খাওয়া লোক মনে হয়েছে....পকেট থেকে দ্রুত মোবাইল বের করি ও লেন্স কাভার সরিয়ে রেকর্ডিং আরম্ভ করে দেই.......আমার মোবাইলে ভিডিও রেকর্ডিং এর সময় ফ্ল্যাশ জ্বলে থাকে....আঙ্গুল ধরে চেপে রেখে তা লুকাতে হয়েছে....তাতে করে ভিডিও একটু কাটা পরেছে.....কোন কোন জায়গায় লোকটার চেহারা ক্যামেরায় ধরা পড়েছে.....আমার কাছে কেসটা জেনুইন স্মাগলিং এর কেস মনে হয়েছে.....আপনাদের কি মনে হয়?
ডাউনলোড লিংক:
পুরো ভিডিও (৯.৫৩ মে. বা.): View this link
শুধু সাউন্ড (২.১৮ মে. বা.): View this link
"সিটের নিচে পলিথিন মোড়ানো" এই অংশটুকু আমি রেকর্ডিংয়ে দেরি করার কারনে বাদ পড়েছে.........
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



