ডিসকভারি চ্যানেলে প্রচারিত Download - The True Story of the Internet অনুষ্ঠানটি প্রথমে দেখে আমার এতোই ভালো লেগেছিলো যে পরে আমি এর ৪টি পর্ব নেট থেকে অনেক কষ্ট করে Torrent দিয়ে ডাউনলোড করেছিলাম, সর্বমোট ২গিগা। অনুষ্ঠানিটি দেখে আমার তখনই যে কথাটা মনে হয়েছিলো তা হলো - ইন্টারনেটের এতো বৈচিত্র্যময় ইতিহাস, অথচ তার কতোটুকুই বা আমরা জানি। বিশেষতঃ যারা আমার মতো নতুন তারা কখনোই এগুলো জানার চেষ্টা করি না বা ইচ্ছে অনুভব করি না। অথচ অনুষ্ঠানটি দেখে উপলব্ধি করতে পেরেছিলাম কতো ঘটনা, কতো মূহুর্ত, কতো ট্র্যাজেডি আর কতো ষড়যন্ত্রের সাক্ষী আজকের এই ইন্টারনেট। পোস্ট দেয়ার চিন্তাটা মাথায় এসেছিলো, কিন্তু লিখতে কষ্ট হবে ভেবে বার বার পিছিয়েছি। অতঃপর মনস্থির করলাম পোস্ট আমি দেবোই। প্রথম পোস্ট ব্যাপক সাড়া পাওয়ায় একে একে ৪টি পর্বই (১, ২, ৩, ৪ ) আমি পোস্ট দিয়েছিলাম। এরকম টেকি-সাহিত্য পোস্টে অভিনব সাড়া পেয়ে খুব ভালো লেগেছিলো।
কেউ কেউ আমাকে বলেছিলেন ৪টা পোস্ট একসাথে PDF করে ফেলতে, আমার নিজেরও ইচ্ছে ছিলো কিন্তু হয়ে ওঠেনি। অতঃপর boi-mela.com এর ব্লগার ফরিদ PDF ভার্শন বের করে দেবেন বললে আমি রাজি হয়ে যাই। তাকে অসংখ্য ধন্যবাদ কাজটা করে দেবার জন্যে।
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



