মামার সাথে আমার প্রথম পরিচয় ব্লগে আমার সবচেয়ে খারাপ মূহুর্তটায়। ঐ সময়ে কাঙাল মামা আমাকে নিজে থেকেই এ্যাড করেছিলেন ইয়াহুতে। ঐ খারাপ সময়টা কাটিয়ে আবার ব্লগে ফিরতে মামা আমাকে মানসিকভাবে কি পরিমাণ সাহয্য করেছিলেন তা বলে বোঝাবার নয়।
স্বল্পভাষী (আমার তুলনায়!) এবং আমার উরা-ধুরা টেকি কথাবার্তা শোনার অপরিসীম ধৈর্য্যধারী এই বালক একই সাথে অসাধারণ সেন্স অফ হিউমারধারী!
তার সর্বশেষ পোস্ট থেকে আমিও একটা লাইন কপি করতে চাই: "আসলে মানুষ বেশিরভাগ সময়েই বলতে পারে না পছন্দের মানুষগুলোকে সে কেনো পছন্দ করে!! "
আজ ১৮ আগস্ট, আমার খুব কাছের প্রিয় একজন মানুষ কাঙাল মামার জন্মদিন!! তাকে অনেক অনেক শুভেচ্ছা!!
* কাল রাতে কারেন্ট না থাকায় এই লেইট পোস্ট!
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



