‘মুসলিমদের মানবাধিকার থাকতে নেই’। এই কথাটি যেন হাড়ে হাড়ে উপলবদ্ধি করা যাচ্ছে। বিশ্বের দিকে একটু উদার দৃষ্টিতে তাকালেই তা স্পষ্ট হয়ে যাবে। আজ একজন আমেরিকান কিংবা ইউরোপীয় মানুষের জীবনের যতটা না মূল্য আছে এক হাজার মুসলিমের জীবনেরও সেই মূল্য নেই। কয়েকদিন আগে ফ্রান্সে এক মাতাল জন সমাবেশে ট্টাক উঠিয়ে ৮৫ জন মানুষকে হত্যা করল। একজন মাতাল মদ খেয়ে বিকারগ্রস্থ হয়ে ট্টাক চাপা দিয়ে মানুষ হত্যা করল, তখনই সেই হত্যাকারীর মূল পরিচয় হয়ে উঠল তার ধর্ম (!) আর এই হত্যাকান্ড নিয়ে বিবিসি,সিএনএন,রয়টার্স টানা কয়েকদিন রিপোর্ট করল! কিন্তু গতকাল সিরিয়ায় আমেরিকান বিমান হামলায় ৮৫ জন সিরিয়ান শিশু নিহত হলেও বিবিসি,সিএনএন,রয়টার্স নিশ্চুপ!

ভিন্নদিকে ভারতের কাশ্মীরে প্রতিদিন মুসলিম হত্যা চলছে। সেখানে মুসলিমদের ধরে অন্ধ করে দেয়া হচ্ছে।


এই সংবাদগুলো তাদের কাছে তেমন একটা গুুরত্বপূর্ণ নয়! কারণ এই শিশুরা তো মুসলিম। আর এই হত্যাকান্ডকে স্রেফ একটি একসিডেন্ট বলে চালিয়ে দেয়া হচ্ছে! হায় বিবিসি! হায় সিএনএন! হায় রয়টার্স!

আজকের মিডিয়ার মুসলিম বিশ্বের মানুষের প্রতি এমন পক্ষপাততুল্য ভূমিকাই প্রমাণ করে, ‘মুসলিমদের মানবাধিকার থাকতে নেই’। মানবাধিকার শুধু ইউরোপীয় এবং ফ্রান্সের মানুষেরই রয়েছে।

সম্প্রতি ভারতে মাওবাদী গেরিলাদের হামলায় ১০ ভারতীয় কমান্ডো নিহত হয়েছে। কিন্তু একবার ভেবে দেখুন তো, এই হামলাটা যদি কোন মুসলিমদের দ্বারা হতো তাহলে সেটা আজ বিশ্বের আলোচিত ঘটনাগুলোর একটি পরিগণিত হত। কিন্তু এই মাওবাদী গেরিলাদের এই হামলাকে কেউ জঙ্গি হামলা বলে দাবি করছে না! এটাকে উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি কার্যক্রম বলা হচ্ছে না! কিন্তু মুসলিমদের বেলায় এতো বৈরিতা কেন?
কিছুদিন আগ পর্যন্ত ফেডারেল ব্যুরো এর ওয়েবসাইডে সবচেয়ে ভয়ানক সন্ত্রাসী গ্রুপের তালিকায় প্রথম স্থানে ছিল, আল কায়েদা। কিন্তু আপনি জানেন কি, মাত্র ২৮ টি হামলা করে আল কায়েদা সবচেয়ে বড় জঙ্গি হিসেবে অবিহিত হয়েছে। আর এই ২৮ টি হামলার মধ্যে ২৬ টিই সন্দেহবশত অভিযুক্ত করা হয়েছে। আর মাত্র দু’টি হামলার দায়দায়িত্ব আল কায়েদা স্বীকার করেছে। আর ভিন্ন দিকে, ভারতের উলফারা ৭৪২ টি সন্ত্রাসী হামলা করেও ফেডারেল ব্যুরোর সন্ত্রাসী তালিকায় নাম উঠেনি! তাহলে এটাকেও কি একসিডেন্ট বলবেন নাকি উদ্দেশ্য প্রণোদিত বলবেন!
সর্বোপরি নির্যাতিত সকল মানুষের পক্ষে কথা বলি! নির্যাতিত সকল মানুষই মজলুম। তাই সকল বাধা উপেক্ষা করে উদার দৃষ্টি নিয়ে তাদের পাশে দাড়ানো উচিত।#Prayforsyria
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১৬ দুপুর ১:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



