প্রিয়তম এই মুহূর্তেই আমার হাতে দুইটি লাল গোলাপ একটি নীল কালীর কলম আর আধখানা ভ্যানিলা কেক আজ তোমার জন্মদিন কিন্তু তোমার জন্য শুধুই এই কবিতাটা আমার ভালোবাসা নিও, তোমাকে দেবার মত তেমন কিছুই নেই আমার আছে এই বৃষ্টিমাখা সকাল বৃস্টির ফোটা আমি হাতে ছুঁয়ে তোমাকে উদ্সর্গ করেছি অনেকগুলো অন্য রকম দিন অন্যরকম দিন কাটাতে অবুজ মনটা আমার দূরে দূরে থেকেও তোমার কাছেই ছিল জানো,আজ রাত ১২টায়ে মোবাইলে তোমার পুরোনো ছবি দেখলাম ছবির উপর অনেকক্ষণ ধরে হাত বুলালাম বললাম “শুভ জম্মদিন” এভাবে আরো অনেকবার বললাম তাও উওর দিলে না তুমি এক সময়ে চোখ বন্ধ করলাম আর স্পট দেখলাম তুমি আমার সামনে দাঁড়িয়ে তোমার হাতে কবিতার ছেড়া পাতা ।
গত কয়েক মাসে GP বহু বাংলাদেশী অভিজ্ঞ কর্মীদের ছাটায় করেছে। GP র মেইন ব্রাঞ্চে প্রায় ১১৮০জন কর্মচারী আছেন যার ভেতরে ৭১৯ জন ভারতীয়। বলা যায়, GP এখন পুরোদস্তুর ভারতীয়।
আইনশৃংখলা পরিস্থিতির অবনতি পুরো ১৫ মাস ধরেই ছিলো। মব করে মানুষ হত্যা, গুলি করে হত্যা, পিটিয়ে মারা, লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে না পারা, পুলিশকে দূর্বল করে রাখা এবং... ...বাকিটুকু পড়ুন