বিএনপি-জামাতের প্রত্যক্ষ মদদে হেফাজতে ইসলাম বাংলাদেশ মূলত সরকার পতনের ১ দফা দাবী নিয়ে লং মার্চ শুরু করেছে। যারা বলেন, হেফাজতের সঙ্গে জামায়াতে ইসলাম এবং বিএনপির সম্পর্ক নাই বা হেফাজতে ইসলাম অরাজনৈতিক সংগঠন, তাদের ঈমান ঠিক করার জন্য বাংলালিকস হেফাজতের শীর্ষ নেতার ফোনালাপ ফাঁস করেছে। এবার নিজের কানে শুনে সিদ্ধান্ত নেন। হেফাজতে ইসলাম হল বিএনপি-জামাতের বি-টিম এবং তাদের মূল উদ্দেশ্য হল সরকারকে যে কোন মূল্যে পতন ঘটানো। তাদের দৃষ্টিতে যুদ্ধাপরাধীদের বিচার করে সরকার বিরাট অপরাধ করে ফেলেছ।
এই হল ফোনালাপের লিংক : https://soundcloud.com/bristi-balika/sets/hib
আরেকটি লিংক : Click This Link
লং মার্চ উপলক্ষে জামাতী পেজ ‘বাশের কেল্লা’এর ঈদ লেগে গেছে। তারা জামাতে ইসলামী ত্যাগ করে হেফাজতে ইসলামে যোগ দিয়েছে।
তাদের কভার পেজ ।
বাশের কেল্লায় ঢুকলেই বোঝা যায়, বাশের কেল্লা সরাসরি হেফাজতে ইসলামের পক্ষে অবস্থান নিয়েছে। তারপরও হেফাজতে ইসলামের নেতারা মিথ্যাচার করেই যাচ্ছে। তারা বলছে, তারা নাকি জামায়াতের সঙ্গে জড়িত নয়। কিন্তু তারা তো জামাত শিবির তথা যুদ্ধাপরাধীদের বাঁচানোর মিশন নিয়েই নেমেছে। এই হল কুখ্যাত বাশের কেল্লার লিংক : https://www.facebook.com/newbasherkella
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




