মূলত ওপার বাংলার শিল্পীদের গাওয়া গান ও আলোর পথযাত্রী। '৭১ সালে এটা প্রথম গাওয়া হয়। গীতিকার সলিল চৌধুরী। আর গানটি গেয়েছেন স্বনামধন্য শিল্পী মান্না দে, সবিতা চৌধুরীসহ আরও অনেকে। গানটির শেষাংশ বেশি উদ্দীপক।
ও আলোর পথযাত্রী,এ যে রাত্রী
এখানে থেমোনা
এ বালুচরে আশার তরণী তোমার
যেন বেঁধোনা
আমি শ্রান্ত যে, তবু হাল ধর
আমি রিক্ত যে, সেই সান্ত্বনা,
তব ছিন্ন পালে জয় পতাকা তুলে,
সূর্য তোরণ দাও হানা।।
আহা বুক ভেঙ্গে ভেঙ্গে,
পথে নেমে শোণিত কণা
কত যুগ ধরে ধরে
করেছে তারা সূর্য রচনা
আর কত দূর, ওই মোহানা
এ যে কুয়শা, এ যে ছলনা
এই বঞ্চনাকে পার হলেই পাবে
জন সমুদ্রের ঠিকানা।।
আহ্বান, শোন আহ্বান,
আসে মাঠ-ঘাট বন পেরিয়ে
দুস্তর বাধা প্রস্তর ঠেলে
বন্যার মত বেরিয়ে
যুগ সঞ্চিত সুপ্তি দিয়েছে সাড়া
হিমগিরি শুনল কি সূর্যের ইশারা
যাত্রা শুরু উচ্ছল চলে দুর্বার বেগে তটিনী,
উত্তাল তালে উদ্যাম নাচে মুক্ত স্রোত নটিনী
এ শুধু সত্য যে নব প্রাণে জেগেছে,
রণ সাজে সেজেছে, অধিকার অর্জনে।।
মুক্তিযুদ্ধ। আমাদের অনেকের স্মৃতিতে ধূসর হয়ে যাওয়া সেই সোনালী অতীত। আমার দুর্ভাগ্য যে আমি '৭১ এ ছিলাম না। কিন্তু '৭১ এর প্রতিটি মুহূর্তের ইতিহাস আমাকে প্রেরণা দেয়। মলিন এই "সোনার" বাংলায় নতুন করে জেগে ওঠার সাহস যোগায়।
এই পোস্টটি আমি বিস্তারিত তথ্য পাওয়ামাত্র আপডেট করবো.......
তথ্যসমূহ ইন্টারনেট থেকে সংগৃহীত।
১৯৭১: একটি সত্য গল্প 1971: A True Story -একটি মুক্তিযুদ্ধভিত্তিক আপোষহীন পেইজ
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




