এই ডুডলটি গত বছর আগস্টের ১০ তারিখ লন্ডন অলিম্পিকের সময় দেওয়া হয়েছিল। দেখেন তো কে কত গোল ঠেকাতে পারেন? আমি খুব একটা ভালো করতে পারি নাই। মাত্র ৪৪টা গোল ঠেকাতে পেরেছি।
গুগল ডুডলে ফুটবল
কে কয়টা ঠেকাতে পেরেছেন জানাবেন কিন্তু...... যেহেতু এটা অলিম্পিক টুর্নামেন্টের সকার তাই গোল ঠেকানোর উপর ভিত্তি করে আপনাকে স্বর্ণপদক দেওয়া হবে। সর্বাধিক তিনটা গোল্ড মেডাল পেতে পারেন আপনি। আমি দুইটা পেয়েছি। আপনাদের কেউ যদি তিনটাই গোল্ড পান তো অবশ্যই জানাবেন। কারণ, আপনাকে দেখে ধন্য হতে হবে না.........
*সবার জন্য দুইটা প্রশ্ন*
১/ লন্ডন ২০১২ অলিম্পিকে সকারে ছেলেদের আর মেয়েদের বিভাগে কারা কারা গোল্ড মেডাল পেয়েছিল?
২/ আর কারা কারা সিলভার পেয়েছিল?
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




