ডাইসগুলোকে দেখুন তো? এরা শুয়ে আছে না দাঁড়িয়ে?
পেনরোজ ত্রিভুজের ধাঁধা। যদিও এটাকে দেখতে পাচ্ছেন অঙ্কিত কিন্তু বিশেষজ্ঞরা নাকি শঙ্কিত যে এটা বাস্তবে বানানো সম্ভব নয়। চেষ্টা করে দেখতে পারেন।
বলুন তো কোন সৈন্যটি লম্বা বেশী? আসলে তিনজনই সমান উচ্চতার।
কেউ কি বলতে পারবেন এটা লেফট উইন্ডো নাকি রাইট উইন্ডো?
কলামগুলো কি চারকোনা না গোল? তারা কি আদৌ কোন কিছুকে সাপোর্ট করে আছে?
কানিজসা ট্রায়াঙ্গল। ইতালীয় সাইকোলজিস্ট গায়েতানো কানিজসা ১৯৫৫ সালে এই ট্রায়াঙ্গলের অবতারণা করেন। দেখে মনে হচ্ছে না যে একটা সাদা ত্রিভুজ কালো রেখাঙ্কিত ত্রিভুজের উপর আঁকা হয়েছে? আসলে ওখানে কোন সাদা ত্রিভুজ নেই। আরেকটা বিষয় খেয়াল করে দেখুন, অস্তিত্বহীন সেই সাদা ত্রিভুজটি আশেপাশের সাদা অঞ্চলের চেয়ে বেশী উজ্জ্বল; আদতে কিন্তু তা না। তারা সমান উজ্জ্বলতা প্রকাশ করছে।
দুটো গোলকই কিন্তু সমান। দূরত্বের কারণে ছোটবড় লাগছে।
লাইনগুলো কি সোজা এবং সমান্তরাল মনে হয়? চোখে দেখে মনে হবে এরা সোজাও না সমান্তরালও না। কিন্তু একটা স্কেল মনিটর স্ক্রিনে ধরে দেখুন তো কি দেখায়?
গ্রাফিতি ইলিউশন। অসাধারণ একটা স্প্রে পেইন্টিং...
বেজন্ড ইফেক্ট। একই ডেপথের লাল রং কিন্তু। অথচ সাদা আর কালোর মাঝে কেমন দেখাচ্ছে!
এর ব্যাপারে বলার কিছু নাই। জাস্ট ফুলদানীটা খেয়াল করতে পারলেই আপনি পাস।
হাতির কয়টা পা?
কোন অ্যাঙ্গেলকে সঠিক বলবেন?
দারুণ না টেবিলটা? 'ভয়াবহ' দারুণ...
নিচের ছবিগুলো জাস্ট দেখে যান (কুনু কতা অইবে নুয়াই)
আমি জানি অনেকেই এই ছবিগুলো অনেক আগেই দেখেছেন। তারপরও দিলাম। আশা করি সবাই বিরক্ত না হয়ে ছবিগুলো (পুনরায়) দেখে (পুনরায়) পুলকিত, চমকিত এবং ক্ষেত্রবিশেষে বিস্মিত হবেন।
সবগুলো ছবি ইন্টারনেট থেকে সংগৃহীত
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




