আমার সত্বায় মিশে আছো তুমি কবিগুরু।তোমার কিছু অমর সৃস্টি যদি না থাকতো জীবনটাকে এত অর্থময় মনে হতোনা কখনও আমার।জীবনের সকল আনন্দ, ভালোবাসা ,ব্যাথা ও বেদনায় তুমি জড়িয়ে রয়েছো আমারি সাথে।
সেই ছোট বেলায় আবৃতিতে পুরস্কার পেয়েছিলাম ছোটোদের রবীন্দ্রনাথ। কত আর বয়স তখন আমার।বড়জোর ১০/১২। সেই তোমার লেখনীর সাথে আমার প্রথম পরিচ্ য় ।সেই থেকে আজ পযন্ত, তুমি জড়িয়ে আছো আমার সকল সত্বায়।
আমার ছেলেবেলা , কৈশর আর জীবনের বাকি সময়গুলোতে একটা মুহুর্ত মনে হয়নি তুমি ছিলেনা আমার সাথে।
ভালোবাসি ভালোবাসি এইসুরে কাছে দুরে জলেস্থলে বাজাই বাশি
আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে
আমি নিশিদিন তোমায় ভালোবাসি
তোমার খোলা হা ওয়া লাগিয়ে পালে
আমার পরান যাহা চায়
আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছো দান
আমার হি্দয় তোমার আপন হাতে দোলে
আমি তোমার প্রেমে হব সবার কলংকভাগি
এই উদাসী হাওয়ার পথে পথে
এ মনিহার আমায় নাহি সাজে
দূরদেশী সেই রাখালছেলে
কতবারো ভেবেীনু আপনা ভুলিয়া
কত শত হাজারো গান ও কবিতায় তুমি জড়িয়ে রয়েছো আমার এই জীবনের সুখ দূঃখ আনন্দ বেদনা ও গানে।
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০০৮ রাত ৯:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




