নতুন বছর এলে আজ,
অঙ্গে তোমার নতুন সাজ -
ঝরাফুল দোলে কান্না হলো সাঝ .................
এমন একটি গানের সাথে নাচ করেছিলাম খুব ছোট বেলায়, নববর্ষের অনুষ্ঠানে।খুব সকাল ছিলো সময়টা। আজো নতুন বছরের শুরুতে এই গানটাই গুণ গুন করি।মাথায় ঘুরতে থাকে গানটির লাইনগুলি।
শুধু দিন গুলো বদলে গেছে।
কয়েকদিন ধরেই বৈশাখের আয়োজন চারিদিকে, আমার কর্মক্ষেত্রে, মানে পিচ্চিদেরকে নিয়ে আমার স্কুলটাতে,আমার গানের স্কুলে, এমন আরো দু এক জায়গায় শুধুই বৈশাখী তোড়জোড়।
নিজের বৈশাখী শাড়ীটা নিজেই বানিয়ে পরবো ঠিক করেছিলাম। লাল ভেলভেট ফিতের গোলাপ বানিয়ে শাড়ীতে বসাতে গিয়ে এইবার বুঝেছিলাম কত ধানে কত চাল। বুটিক হাউজ গুলো কেনো এত দাম হাকে এসব জিনিসের। এই বার তা হাড়ে হাড়ে টের পেয়েছি।
যাইহোক, আমার শাড়ীটার নাম দিয়েছি আমি "আচল ভরা ফুল"। যতটা সময় শাড়ীর ফুল বসানোর কাজে নিয়োজিত ছিলাম শুধু এই নজরুল সঙ্গীতের লাইনটাই মাথায় ঘুরেছে। গুন গুন করেছি সারাটা সময় ।
বৈশাখের নতুন সকালে মাথায় বেলফুলের মালা ঝুলিয়ে, হাতভর্তি চুড়ি পড়ে বেরিয়ে পড়লাম ।
[img|http://media.somewhereinblog.net/images/thumbs/Ochinpakhi_1239819206_3-
দিনের তাপে রৌদ্র জালায়
শুকায় মালা পূজার থালায়,
সেই ম্লানতা ক্ষমা কর
ক্ষমা কর প্রভু।
সকল ম্লানতা দূর হয়ে যাক । সবার নতুন বছর ভরে উঠুক হাসি, আনন্দ গানে ও সফলতায়................... এই কামনায়.........
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



