তুমি কি কেবলি ছবি,
শুধু পটে লিখা???
ঐ যে সুদূর নিহারীকা.......
যারা করে আছে ভীড়
আকাশের নীড়,
ঐ যারা দিনরাত্রী
আলো হাতে চলিয়াছে আঁধারের যাত্রী
গ্রহ তারা রবী!!
তুমি কি তাদের মত সত্য নও?
হায় ছবি.............
তুমি শুধু ছবি .............
তুমি কি কেবলি ছবি???
নয়ন সন্মূখে তুমি নাই,
নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাই
আজি তায়, শ্যামলে শ্যামল,তুমি নিলীমায় নীল.........
আমার নিখিল, তোমাতে পেয়েছে তার অন্তরের মিল।
নাহি জানি, কেহ নাহি জানে, তব সূর বাজে মোর গানে।
কবির অন্তরে তুমি কবি ...........
নও ছবি নও ছবি তুমি শুধু ছবি।
গানটির লিন্ক Click This Link
গানটি গুনগুন করতে গিয়ে হাতের কাছে পাওয়া দুমড়ানো মুচড়ানো কাগজ-পেন্সিলে গানের মেয়েটাকে আঁকাআঁকির অপচেষ্টা করলাম।
রবিঠাকুরের সেই মেয়েটা দেখতে ঠিক কেমন ছিলো ?
সেটাই ভাবছি.................
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




