এসব রাজামশাই এর রাজকোষ থেকে চুরি করে আনা উপঢৌকন নয়। নতুন রাজার থেকে পাওয়া কোনো উপঢৌকনও নয়।
তবে হাসান মাহবুব পিচকি ভাইয়াটার অনুরোধে এই সব উপহারসামগ্রী নিবেদন করলাম আমার এখানের সব আপুনি, ভাইয়া, অদেখা ভাবীদের জন্য আর বিশেষভাবে আমার একমাত্র ভয়ুনী ( দন্ডিতের) জন্য।হঠাৎ সাইলেন্সার ভাইয়াকেও মনে পড়ছে আমার।
যাইহোক হঠাৎ লাখপতি উপাধিতে আমি বড়ই আনন্দিত তাই লাখকোষ ( রাজভান্ডার যদি হয় রাজকোষ, লাখপতির ভান্ডার কেনো হবেনা লাখকোষ???
বিশেষ সিন্দুকে রাখা অলংকার সমুহ
মনিমনিক্য ও গজমোতির মালা
তবে এসব মহামূল্যবান অলংকার সমুহ কিভাবে বানানো হয়েছে তা একটু দেখালেই ইচ্ছে করলেই যে কেউ বানিয়ে ফেলতে পারে।
লাগবে চিকন নাইলন সুতো আর প্যাচলক ।
এবার প্যাচলকের বাকী অংশটায় সুতোদুটোর প্রান্ত একসাথে ঢুকিয়ে গিট দিয়ে দিলাম ।
ব্যাস................হয়ে গেলো আমার এন্টিক ব্রেসলেট।
এখন সবাইকে একটা করে দিয়ে দিলাম।
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




