Click This Link
ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কিবা মৃদুবায়
Click This Link
ওহে সুন্দরো মম গৃহে আজি পরমোৎসব রাতি।
Click This Link
আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর
Click This Link
এসো এসো আমার ঘরে এসো আমার ঘরে
Click This Link
এতদিন যে বসেছিলেম পথ চেয়ে আর কাল গুণে
দেখা পেলেম ফাল্গুনে
Click This Link
আজি বিজন ঘরে নিশীথ রাতে আসবে যদি শূন্য হাতে,
আমি তাইতে কি ভয় মানি,
জানি জানি বন্ধু জানি, তোমার আছে তো হাত খানি।
চাওয়ার পাওয়ার পথে পথে দিন কেটেছে কোনোমতে
এখন সময় হলো তোমার কাছে আপনাকে দেই আনি।
জানি জানি বন্ধু জানি, তোমার আছে তো হাত খানি।
আঁধার থাকুক দিকে দিকে আকাশ অন্ধকরা
তোমার পরশ থাকুক আমার হৃদয় ভরা।
জীবন দোলায় দুলে দুলে আপনারে ছিলেম ভুলে
এখন জীবন মরন দুদিক দিয়ে নেবে আমায় টানি।
জানি জানি বন্ধু জানি
তোমার আছে তো হাত খানি।
Click This Link
এ মনিহার আমায় নাহি সাজে
প্রাণ চায় চক্ষু না চায়
Click This Link
রাঙিয়ে দিয়ে যাও যাও যাও গো এবার যাবার আগে
Click This Link
অবশেষে খানাপিনা
পিঠাপুলি ছাড়া কি শীতের হলুদ সন্ধ্যা জমে???
নানারকম সালাদ
পোলাও কোরমা কালিয়া কোপ্তা
মিষ্টান্নদ্রব্য
ফলফুলুরী দিয়েই শেষ হোক ভোজনপর্ব.............
ফাহিম ভাইয়ার বিরক্তি নিবারন করতে এই পোস্টের অবতারনা আর তাকেই উৎসর্গ করা হলো।
আর সবগুলো গান এস রেজোয়ানা আপুনির জন্য নিবেদিত। সাথে আমার প্রিয় ভাইয়া আর আপুনিরা সব্বাই শুনে নিও।
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




