১।
হযরত আবদুল্লাহ ইবনে আমর (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাঃ) বলেন, রোযা এবং কুরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। রোযা বলবে, আমি তাকে দিনের বেলায় পানাহার ও প্রবৃত্তির চাহিদা মেটানো থেকে বিরত রেখেছি। সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। কুরআন বলবে, আমি তাকে রাতে ঘুম থেকে বিরত রেখেছি। সুতরাং আমার সুপারিশ কবুল করুন। তখন দু’জনের সুপারিশই গ্রহণ করা হবে।
{মুসনাদে আহমদ হাদীস : ৬৫৮৯; তবারানী, মাজমাউয যাওয়াইদ ৩/৪১৯}
২।
সহিহ বুখারী :: খন্ড ১ :: অধ্যায় ২ :: হাদিস ৩৩
কাবীসা ইব্ন ‘উকবা (র) ……… আবদুল্লাহ্ ইব্ন ‘আমর (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ (সা) বলেনঃ চারটি স্বভাব যার মধ্যে থাকে সে হবে খাঁটি মুনাফিক। যার মধ্যে এর কোন একটি স্বভাব থাকবে, তা পরিত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থেকে যায়।
১. আমানত রাখা হলে খেয়ানত করে;
২. কথা বললে মিথ্যা বলে;
৩. চুক্তি করলে ভঙ্গ করে; এবং
৪. বিবাদে লিপ্ত হলে অশ্লীল গালি দেয়।
শু’বা আ’মাশ (র) থেকে হাদীস বর্ণনায় সুফিয়ান (র) এর অনুসরণ করেছেন।
৩।
সহিহ বুখারী :: খন্ড ১ :: অধ্যায় ২ :: হাদিস ২৭
কুতায়বা (র) ……… আবদুল্লাহ্ ইব্ন ‘আমর (রা) থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ্ (সা) কে জিজ্ঞাসা করল, ‘ইসলামের কোন্ কাজ সবচাইতে উত্তম?’ তিনি বললেনঃ তুমি লোকদের আহার করাবে এবং পরিচিত-অপরিচিত নির্বিশেষে সকলকে সালাম করবে।
৪।
সহিহ বুখারী :: খন্ড ১ :: অধ্যায় ২ :: হাদিস ২৩
আবদুল্লাহ্ ইব্ন ইউসুফ (র) ……… আবদুল্লাহ্ ইব্ন উমর (রা) থেকে বর্ণিত যে, একদিন রাসূলুল্লাহ্(সা) এক আনসারীর পাশ দেয়ে যাচ্ছিলেন। তিনি তাঁর ভাইকে তখন (অধিক) লজ্জা ত্যাগের জন্য নসীহত করছিলেন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেনঃ ওকে ছেড়ে দাও। কারন লজ্জা ঈমানের অংগ।
৫।
ঈমানের ছয়টি রুকন হচ্ছে,
ক) তোমার বিশ্বাস স্থাপন করা আল্লাহর উপর,
খ) তার ফেরেশতাদের উপর,
গ) তার কিতাবসমূহের উপর,
ঘ) তার রাসূলদের উপর,
ঙ)কিয়ামত দিবসের উপর এবং
চ) বিশ্বাস স্থাপন করা ভাল-মন্দ তাকদীরের উপর। {মুসলিম}
৬।
‘‘নিশ্চয় এ কুরআন বিশ্ব জাহানের রবের পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে’’ [সূরা আশ-শু‘আরা-১৯২]।
৭।
‘আর আমি তো কুরআন শেখার জন্য সহজ করে দিয়েছি। অতএব কোন উপদেশ গ্রহণকারী আছে কি’? [সূরা আল-ক্বামার:১৭]
৮।
‘বল, যদি মানব ও জ্বিন জাতি সবাই মিলে একত্রিত হয় যে, তারা এ কুরআন অনুরূপ কিছু আনয়ন করবে, তারা এ কুরআনের অনুরূপ কিছুই আনয়ন করতে পারবে না, যদিও তারা একে অপরের সাহায্যকারী হয়’ [সূরা বনি ঈসরাইল: ৮৮]।
৯।
তিনিই আল্লাহ্ তা'আলা, স্রষ্টা, উদ্ভাবক, রূপদাতা, উত্তম নাম সমূহ তাঁরই। নভোমন্ডলে ও ভূমন্ডলে যা কিছু আছে, সবই তাঁর পবিত্রতা ঘোষণা করে। তিনি পরাক্রান্ত প্রজ্ঞাময়। (সূরা-হাশর, আয়াত-২৪)
১০।
ধৈর্যের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে। অবশ্য তা যথেষ্ট কঠিন। কিন্তূ সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব।(সূরা-আল বাকারা, আয়াত-৪৫)
"সেই ব্যক্তিই সবচেয়ে জ্ঞানী ও প্রজ্ঞাবান যিনি পরম করুণাময় আল্লাহর দয়ার ব্যাপারে আশা ও আত্মবিশ্বাস না হারানোর জন্য মানুষকে উপদেশ দেন।"
---- হযরত আলী (রা)
নেট থেকে সংগৃহীত
আমার দেয়া ধর্মীয় কিছু পোস্টঃ
আয়াতুল কুরসীর যত গুণ - Click This Link
জাহান্নামের সবচেয়ে লঘু শাস্তি- Click This Link
সূরা আর-রহমান - Click This Link
আসুন জেনে নেই স্ত্রীর হক - Click This Link
সূরা ইয়াসিন - Click This Link
সূরা রা’দ (মক্কায় অবতীর্ণ)- Click This Link
সূরা আল- বাকারা আয়াত (১-৮২) Click This Link
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১৬ দুপুর ১২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





