সংঘবদ্ধ গুন্ডারা দেখি আজ ইসলামের পতাকাতলে,
জোরসে চলো, ওই দেখা যায় গনিমত
আমরা হবো শহীদ, গাজী
সোনার বাঙলা
আজ বানাবো পূণ্যভূমি আরব
এসো মুমিন, বাঙলা লিখে আজ বাংলাদেশকে অসন্মান করি,
সৌদি চামচামির নহর বইয়ে দেই, অ্ল্প ক'টি নিক দিয়ে।
কারো আজ চোখ নেই, সব হয়ে গেছে ভীতুর ডিম।
কয়েকটা গুন্ডা, ইসলামের নামে পুরো ব্লগ শাসন করে।
সৌদি এজেন্ট এসে লাথি দিয়ে যায় বাঙলায়।
আমরা মাথা পেতে নেই এই অপমান, আমাদের আত্মসন্মান বলে কিছু নেই, ছিলোও না..
মুক্তিযুদ্ধ কিভাবে যেন হয়ে গিয়েছিলো,
পাকিস্তান হারানোর কষ্ট সেই গুন্ডার পাল
এখনো দাবড়ে বেড়ায়..
শেয়ালের মতো..

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



