পিকনিকের তারিখ: ১৩ মার্চ, ২০০৯
বার: শুক্রবার
স্থান: পূর্বাচল ( কাঞ্চণ নগর)
শীতলক্ষা সেতুর নিকটে।
গুগল ম্যাপ-এ
পূর্বাঞ্চলে রাজউক-এর অফিস
পূর্বঞ্চলের পথে...
ছবি জন্য ধন্যবাদ> [email protected]
=============================================
চাঁদা (জন প্রতি) :
বড়দের জন্য- ৩০০/- টাকা
ছোটদের জন্য (১২ বছরের নিচে)- ২০০/- টাকা
[সকালের, দুপুরের ও বিকালের খাবার + যাতায়াত]
===============================================
১০ মার্চ এর মধ্যে নাম নিবন্ধন ও টাকা জমা দিতে হবে।
টাকা জমা দেবার জন্য যোগাযোগ করুন:
১। অরণ্য- ০১৯১২১২৪৩৮৯
[email protected]
২। কালপুরুষ - ০১৭১১৮১৩৩২৬
৩। ক্যামেরাম্যান - ০১৯১২০৪৩৫৩০
**আগামী ১০ মার্চ বিকাল ৫টায় ছবিরহাট-এ সবাইকে আসার জন্য অনুরোদ করা গেল
===============================================
লিস্ট-এ আছেন যারাঃ
০১। অরণ্য আনাম + ২ জন
০২। মাহমুদুল হাসান রুবেল
০৩। চটপটি + ১ জন
০৪। বন্ধু কই কৈ + ১ জন
০৫। পারভিন রহমান
০৬। মনজুরুল হক + ১ জন
০৭। কালপুরুষ + ১ জন
০৮। ক্যামেরাম্যান
০৯। মেসবাহ য়াযাদ + ২ জন
১০। নতুন
১১। পথিক!!!!!!
১২। মিজান
১৩। শামীম
১৪। দন্ডিত পুরুষ + ১ জন
১৫। রাসেল
১৬। সৌম্য
১৭। সারিয়া তাসনিম +২ জন
১৮। উদাসী স্বপ্ন
১৯। তন্ময় (বহুরুপী মহাজন)
২০। জয়িতা
২১। নকীবুল বারী
২২। লুলু পাগলা + ১ জন
২৩। বৃত্তবন্দি
২৪। নেমেসিস - ১ জন (সম্ভাব্য)
২৫। আবু সালেহ
২৬। ডাঃ ইকবাল হোসেইন
২৭। শফিকুল - ৩ জন
২৮। কিশোরী
২৯। মিল্টন - ২ জন (সম্ভাব্য)
৩০। মুক্ত বয়ান
৩১। রনি-এর ৫ বোন
৩২। বাংলাদেশ ফয়সাল
৩৩। এস রহমান
৩৪। ভাঙ্গন
-------------------------------------------------------------------------------------
মোটঃ প্রাপ্ত বয়স্ক> ৫০ জন
মোটঃ অপ্রাপ্ত বয়স্ক> ০১ জন
_______________________________________________
সর্বমোটঃ ৫১ জন
১০ মার্চ
[ আপডেট হতে থাকবে ]
=============================================
পিকনিকে অংশগ্রহণকারীদের জন্য বিনোদনের যে সব প্রস্তাবনা করা হয়েছে>
১। লটারি [ সবার জন্য]
২। কুইজ [সবার জন্য]
৩। দম্পতিদের জন্য> স্বামী-স্ত্রী চিহ্নিত করা, প্রশ্ন-উত্তর পর্ব
৪। মোরগ লড়াই [ পুরুষদের জন্য]
৫। পাঞ্জা লড়াই [পুরুষ ও মহিলা
৬। বিস্কিট ধরা [ বাচ্চাদের জন্য]
৭। বালিশ খেলা [মহিলাদের জন্য]
৮। চেয়ার খেলা [পুরুষদের জন্য]
৯। মগজ ধলাই
+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*
পুরস্কারঃ
পৃষ্টপোষকঃ
১। রাজ্জ্বাক কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এন্ড ভাই ভাই ফুড প্রডাক্টস এর পক্ষ থেকে গিফ্ট প্যাকেট।
[ কেউ যদি এই ব্যাপারে পৃষ্টপোষকতা করতে চান করতে পারবেন]
===============================================
কালপুরুষ বলেছেন: পিকনিক স্পটের নাম "পূর্বাচল"। বিস্তৃত এলাকাজুড়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর আবাসিক প্রকল্প। পাশেই শীতলক্ষা নদী। ঢাকা শহরের জিরো পয়েন্ট থেকে প্রায় দেড় ঘন্টার পথ (যদি যানজট না থাকে)।
স্পটে যাওয়ার জন্য ৫২ সিটের একটা বড় বাসের ব্যবস্থা করা হয়েছে। সকাল ৭ টায় রাজউক অফিস থেকে রওনা হয়ে গুলিস্তান, শাহবাগ, বাংলামটর হয়ে ফার্মগেটের খামার বাড়ীতে এসে থামবে। এরপর বিশ্বরোড হয়ে পূর্বাচলের দিকে যাবে।
বাসের রুট ও সময় সম্পর্কে বিস্তারিত তথ্য পরে জানানো হবে। ১০ তারিখের মিটিং এ সবকিছু চূড়ান্ত করা হবে। ১০ই মার্চের পরে নতুন করে কারো নাম সংযোজন করা সম্ভব হবেনা। ইচ্ছুক সবাইকে ১০ তারিখের মধ্যে তাদের নাম ও চাঁদা জমা দেবার অনুরোধ রইলো।
=============================================
১০ মার্চ ২০০৯
আপডেটঃ যারা এর মধ্যে টাকা জমা দিতে পারেননি বা যারা যেতে চান, তারা দয়া করে যোগাযোগ করুন সরাসরিঃ
কালপুরুষ - ০১৭১১৮১৩৩২৬
ক্যামেরাম্যান- ০১৯১২০৪৩৫৩০
অরণ্য আনাম - ০১৯১২১২৪৩৮৯
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০০৯ রাত ১০:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




