কিছুদিন ধরেই এই ব্যপারটা নিয়ে একটা কিছু লিখবো ভাবছিলাম ।
যুগে যুগে সাংবাদিকতার বহুবিবর্তন আমরা পরিলক্ষিত করেছি ।
তারই ধারাবাহিকতায় এক নাম হচ্ছে "মোজাম্মেল বাবু"।
আমি সবসময়ই যে কোন ঘটনা,লেখা বা আর্টিকেল-ভেতর এবং বাহিরে থেকে পর্যবেক্ষন করবার চেষ্টা করি।
কিন্তু যতবারই আমি ওনার যত লেখা পর্যবেক্ষন করবার চেষ্টা করেছি,বারবার হলুদ সাংবাদিকতার তীব্র ঝাঁঝালো গন্ধ পেয়েছি।
হলুদ সাংবাদিকতার ধারক এবং বাহক রূপে পেয়েছি।
বাস্তবতাকে বারবার ভুলূন্ঠিত করেছে।
তোষামদির সকলস্তর ছাপিয়ে আজ সেও এক টেলিভিশন চ্যানেলের বৈধ লাইসেন্স ধারি।
ভাবতেই আরো আবাক লাগে হলুদ সাংবাদিকতার নামধরী এরা কত সহজেই চ্যানেলের মালিক বনে যায়।
যার সাংবাদিকাতায় সর্বদা দেখি মিথ্যা তোষামদীর আস্ফালন ,,,,,
"আমাদের সময়" এ প্রায়ই তার এই হলুদ সাংবাদিকতার নমুনার দেখা মিলে....
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১০ বিকাল ৪:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



