somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মহারণের খরচপাতিঃ (কলকাতা-শিমলা-মানালী-লেহ-শ্রীনগর-জাম্মু)

৩০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১৭ দিনের মহারণ ট্যুর শেষ করে এসে বিস্তারিত আলোচনা করছি ৷
*ঢাকা থেকে কলকাতা
নন এসিঃ ৯০০-১০০০(রয়েল,দেশ, শ্যামলী,সৌদিয়া)
এসিঃ ১৫০০-১৭০০(রয়েল,দেশ,শ্যামলী,সৌদিয়া,গ্রীনলাইন-সৌহার্দ্য)
তবে বর্তমান সময়ে ফেরিতে যেই সময় ব্যায় করতে হয় আমার মতে ফ্রেন্ড গ্রুপ হলে ভেঙ্গে ভেঙ্গে বেনাপোল গেলে অনেক সময় বেচে যাবে ৷
শুধুমাত্র গ্রীনলাইন-সৌহার্দ্য বাস সরাসরি কলকাতা পর্যন্ত যেতে পারে ৷
*কলকাতা
কলকাতা শহরে ৫০০ টাকা থেকে শুরু করে ১ লাখ টাকা দামের ও হোটেল আছে ৷ যদি ফ্লাইট থাকে তাহলে দমদম এরিয়া তে হোটেল নিবেন, আর যদি ট্রেন থাকে তাহলে হাওড়ার আশে পাশে কোনো হোটেলে উঠবেন ৷
কলকাতা শহরটা অনেক আধুনিক, চারপাশে সব আধুনিক স্থাপনা ৷ প্রথমবার কলকাতা গেলে অনেকে ফ্লাইওভারের শহর ও বলতে পারেন!
কলকাতা শহরে আমি ছিলাম দমদম এরিয়া তে, খাবার টা সেরকম ভাবে টেস্ট করতে পারিনি ৷ তবে পুরো ভারতেই খাবারে তাদের নিজস্ব মসলা ব্যাবহার করায় আমাদের কাছে তা খারাপই লাগবে ৷
* কলকাতা থেকে চান্ডিগড়
বাই এয়ার এ ২৭০০-৭০০০ রুপী পর্যন্ত হয়,যাওয়ার ডেট এর যত আগে কাটবেন তত কমে পাবেন ৷
বাই ট্রেনে গেলে কালকা চলে যাওয়া ই ভালো ৷ হাওড়া থেকে কালকা পর্যন্ত কালকা মেইল এ করে যাওয়া যায় ৷ ৩৬ ঘন্টা সময় নেয় ট্রেইন টি ৷
স্লিপিং থেকে ফার্স্ট টায়ার এর তারতম্য
৭০০-১৮০০-৩০০০-৪৫০০ রুপী
কালকা মেইলের টিকেট কাটলে সাথে সাথে কালকা-শিমলা টয় ট্রেন ও এটাচড করে দিবে আপনি চাইলে ৷
শিবালিক ডিলাক্সঃ ২৫০-৪০০ রুপী
*শিমলা
শিমলা শহরে ১০০০-৬০০০ টাকায় ভালো মানের হোটেল পাওয়া যায় ৷
শিমলা তে খাবার এর দাম ১২০-২০০ রুপী পর্যন্ত ৷
বিখ্যাত মল রোড,দা রিজ চার্চ শহরের উপরাংশে, হেটেই যাওয়া যায় ৷
শিমলা থেকে কুফরী,ফাগু যেতে হলে একটি জ্বীপ ভাড়া করে নিতে হবে ৷
৪ জনের মারুতী হলে ২০০০-২৫০০
৮ জনের স্করপিয়ো হলে ৩০০০-৫০০০
কুফরী তে ঘোড়ার খরচঃ (বাধ্যতামূলক)
কেন বাধ্যতামূলক?
কুফরী থেকে কুফরীর এডভেন্চার পয়েন্ট পর্যন্ত যেই রাস্তা তা একটি সিন্ডিকেট ৷ রাস্তা টা মানুষের অনুপযোগী করে সৃষ্টি করা হয়েছে ৷
ঘোড়া বারগেইন করার উপর ৩০০-১০০০ রুপী পর্যন্ত ৷
কুফরী তে এডভেন্চার করতে চাইলেঃ
যিপলাইন, ভ্যালি ক্রসিং, ব্যালেন্স রোপ, ক্লাইম্বিং রোপ ইত্যাদি ৷
৬০০-১৭০০ রুপী পর্যন্ত, আপনার বারগেইন করার উপর ডিপেন্ড করে ৷
*শিমলা-মানালী
শিমলা নতুন বাস স্ট্যান্ড থেকে প্রতি রাতে মানালীর উদ্দেশ্যে এসি বাস ছেড়ে যায় ৷
ভাড়া ৬০০-৯০০ রুপী ৷
শিমলা-মানালী ৪ সিটের মারুতী ৪০০০-৬০০০ রুপী ৷
৮ সিটের স্করপিয়ো ৬০০০-৮০০০ রুপী, আমরা একটি স্করপিয়ো নিয়েছিলাম ৷
*কুল্লু তে এডভেন্চার
কুল্লু তে পৌছানোর আগে মান্ডি নামক যায়গায় বিয়াস নদীতে হয় রাফটিং, যা মানালী থেকে শ্রেয় ৷
রাফটিং খরচঃ
৬ কিলো ৫০০-৮০০ রুপী
১০ কিলো ৮০০-১২০০ রুপী
রাফটিং রেটিংঃ ২+
প্যারাগ্লাইডিং খরচঃ
৬০০০ ফিট থেকেঃ ১৮০০-৩৫০০ রুপী
৩০০০ ফিট থেকেঃ ১৫০০-৩০০০ রুপী
মানালী শহরে ১০০০-১৫০০০ রুপী রেন্জে ভালো মানের হোটেল পাবেন, তবে থাকার জন্যে ওল্ড মানালী অত্যাধিক সুন্দর ৷
মানালী শহরে খাবার ১২০-২০০ রুপী তে ভালো পাবেন ৷
মানালী তে ঘুরার মতো রোহতাং পাস,হাদিম্বা টেম্পল,সোলাং ভ্যালি আছে ৷ এগুলো ঘুরতে হলে
৪ সিটের মারুতী ১৮০০-২৫০০ রুপী
৮ সিটের স্করপিয়ো ৩০০০-৪৫০০ রুপী
সোলাং ভ্যালি তে এডভেন্চারঃ
প্যারাগ্লাইডিং ২৭০০ ফিট থেকেঃ ১৭০০- ২৫০০ রুপী
মার্কেটিং করার জন্য মানালী শহর এর মল রোড ভালো ৷
*মানালী-লেহ
মানালী-লেহ এর ৪৭৪ কিলোমিটার রাস্তা মে এর দ্বিতীয় সপ্তাহ থেকে অক্টোবর এর প্রথম সপ্তাহ পর্যন্ত খোলা থাকে ৷
এই সময়ে প্রতিদিন দুই ধরনের বাস চলে ৷
HPTDC: ২৯০০ রুপী( কেলং এ এক রাত থাকা সহ,প্রতিটি গুরুত্বপূর্ণ যায়গায় ২০ মিনিটের বিরতি) ,চলে সেপ্টেম্বর ১৫ পর্যন্ত ৷
HRTC: ৬৮০ রুপী(লোকালি চলে লেহ পর্যন্ত, রাতে কেলং এ থাকে বাস কিন্তু থাকা যাত্রি দের খরচে ), চলে অক্টোবর ৫ পর্যন্ত সর্বোচ্চ ৷
বাস ছাড়ে প্রতিদিন সকাল ১১ টায় মানালী থেকে,পরদিন কেলং থেকে ছাড়ে সকাল ৪ টায় ৷
এছাড়াও শেয়ার ট্যাক্সি করে যেতে পারেন যা ১৫০০-২৫০০ রুপী ৷ রিজার্ভ জ্বীপ নিলে
৪ সিটের মারুতী ৭০০০-১২০০০ রুপী
৮ সিটের স্করপিয়ো ৯৫০০-১৫০০০ রুপী
১২ সিটের টেম্পু ট্রাভেলার ১৫০০০-২৪০০০ রুপী
মানালী-লেহ পথের যেকোনো গ্রামে হোমস্টে আছে, থাকতে চাইলে খরচ হবে ২০০-৩০০ রুপী করে প্রতিরাত ৷
*লেহ
লেহ তে হোস্টেলাবি লেহ নামক একটি হোটেল আছে যা ডরমিটরি হলেও আমি বলবো প্রতিটি সোল ট্রাভেলার এর বেজ ক্যাম্প :-) ৷
হোটেল টিতে প্রতিজন ব্রেকফাস্ট সহ ৩০০ রুপী
এছাড়াও ৬০০-১২০০ তে অনেক ভালো রুম পেয়ে যাবেন শহরে ৷
*লেহ তে স্বাভাবিকত একজন ট্রাভেলারের কী কী ঘুরা উচিত?
*লেহ প্যালেস
*ঠিকসে মোনাস্ট্রি
*নুভ্রা ভ্যালি
*খারদুং লা পাস
*হুন্ডার
*ডিস্কিট মোনাস্ট্রি
*টুরতুক
*শিয়ক ভ্যালি
*পাংগং লেক
*চাং লা পাস
*কিয়োগার লেক
*সো মোরিরি
রুট হিসেবে এমন ভাবে ব্যাবহার করতে পারেনঃ
প্রথম দিনঃ
লেহ-খারদুংলা-ডিস্কিট-হুন্ডার-টুরটুক
দ্বিতীয় দিনঃ
টুরটুক-শিয়ক ভ্যালি-পাংগং লেক
তৃতীয় দিনঃ
পাংগং লেক-চাং লা পাস- কিয়োগার লেক
চতুর্থ দিনঃ
কিয়োগার-সো মোরিরি-লেহ
এই রুট টাতে ঘুরতে ৭- সিটের গাড়ীতে
ইনোবাঃ ৩০০০০ রুপী- ৩৫০০০ রুপী
জাইলোঃ ঐ
কোয়ালিসঃ ২৫০০০-২৮০০০ রুপী
শেয়ার ট্যাক্সি তে করে ঘুরতে চাইলে আপনার প্লাটফর্ম হওয়া উচিত সেই হোস্টেলাবি লেহ, সেখানে কিছু একটা ব্যাবস্থা হয়ে যেতে পারে ৷
খাবারঃ লেহ তে খাবারের মান সাদাসিধে, কিছু মুসলিম হোটেল আছে লেহ হসপিটাল গলি তে ৷
মোটামুটি ১৫০-২০০ রুপী তে একবেলা খাবার ভালো মতো হবে ৷
*লেহ থেকে শ্রীনগর
বাসঃ ১০২০ টাকা করে (রাস্তা খোলা থাকাকালীন সময়ে রোজ দুপুর ২ টায় ছেড়ে যায়, পরদিন সকালে গিয়ে শ্রীনগর পৌছায়) ৷
ইনোবাঃ ৯০০০-১৫০০০ রুপী
জাইলোঃ ঐ
কোয়ালিসঃ ৭০০০-১০০০০ রুপী
*শ্রীনগর এ স্বাভাবিকত একজন ট্রাভেলার এর কি ঘুরা উচিত?
* ডাল লেক
* হযরত বাল মসজিদ
* নিশাত বাগ
* চাশমাশাহী
* শালিমার বাগ
* টিউলিপ গার্ডেন
* মোঘল গার্ডেন
* পেহেলগাম(মিনি সুইজারল্যান্ড,আরু ভ্যালি,বেতাব ভ্যালি)
* সোনামার্গ
* গুলমার্গ
শ্রীনগর এ হোটেলে থাকতে চাইলে বেস্ট যায়গা হবে খ্যায়াম চক ৷ এটা বলতে গেলে বাংলাদেশের পুরান ঢাকা!! খাবারের গলি, বিখ্যাত বিখ্যাত সব রেস্টুরেন্ট এখানে ৷ তার মধ্যে একটি হলো দিল্লি দরবার(দুইটা আছে,পুরোনো টাতে) এর চিকেন চাংগাজী ও রুমালি রুটি অবশ্যই টেস্ট করে দেখবেন ৷
এখানে ১০০০ রুপী তে মোটামুটি ৪ জনের ভালো রুম পেয়ে যাবেন ৷
রেফারেন্সঃ হোটেল ফ্যাবুলাস কাষ্মীর ( হোটেলের সুবিধা নিজস্ব রেন্ট এ কার, যা অন্য সবখান থেকে রেট কম)
শ্রীনগর এর রুটঃ
প্রথম দিনঃ শ্রীনগর- সোনামার্গ- সিটি ট্যুর
দ্বিতীয় দিনঃ শ্রীনগর- পেহেলগাম
তৃতীয় দিনঃ গুলমার্গ
৭ সিটের ইনোবা/ ট্রাভেরাঃ ৭০০০-৯০০০ রুপী
৪ সিটের মারুতীঃ ৫০০০-৭০০০ রুপী
*শ্রীনগর- জাম্মু
এখানে একটু ট্রিক খাটাবেন,নাহয় ১৪ ঘন্টায় ও পৌছাতে পারবেন না ৷ কারন রাস্তায় ৪৭ কিলোমিটার একটি টানেলের কাজ চলছে ৷
শ্রীনগর এর নওগাম রেলওয়ে স্টেশন থেকে সকাল ৭ঃ৩০ টায় বানিহাল এর ট্রেন ধরবেন (ভাড়া ২০ রুপী) ৷ ১ ঘন্টা ২০ মিনিট পর পৌছাবেন ৷
জানতে চান কতটুকু রাস্তা পেরিয়েছেন?
১০০ কিলোমিটার, যা বাই রোডে পার করতে ৮ ঘন্টা লাগবে ৷
বানিহাল থেকে জাম্মুর
টেম্পু ট্রাভেলার: ৪০০ রুপী
সরকারী বাসঃ ১৯৫ রুপী
বানিহাল থেকে ৬ ঘন্টায় পৌছিয়ে যাবেন জাম্মু ৷
বিশেষ দ্রষ্টব্যঃ
*মানালি থেকে লেহ বাই রোড দিয়ে শুরু করতে চাইলে অবশ্যই একটা রাত কেলং/ দারচা তে হল্ট নিবেন ৷
*মানালী-লেহ এর পথে তাগ লাংলা পাস আছে(পৃথিবীর দ্বিতীয়,ভারতের সর্বোচ্চ মটোরেবল রোড, ১৭৫৮২ ফিট) পেরুতে হবে ৷ এখানে নেমে যত কম সময় থাকা যায় চেষ্টা করবেন, এবং সরাসরি বাতাস না নিয়ে নাকে রুমাল দিয়ে বাতাস নিলে ভালো হয় ৷ এখানে বাতাসে নাইট্রোজেন এর চাপ অনেক বেশী ৷
*তাগ লাংলা পাসের আগে ৫০ কিলোমিটার লম্বা একটি ভ্যালি পেরুতে হয় যার নাম চুহা ভ্যালি/ মোরা প্লেইনস ৷
*খারদুং লা পাস পৃথিবীর সর্বোচ্চ মটোরেবল রোড নয় ৷(বর্তমানে তৃতীয়)
World Top Passes:
1. Semo La ( App. 18282 Feet)(Tibet)
2.TagLang la (App. 17582 Feet)(India)
3. Khardung La (App. 17539 Feet)(India)
Data Based: SRTM
* পেহেলগাম পৌছানোর পর আপনার আবার আলাদা জ্বীপ নিতে হবে যার রেট করা ৷
আরু ভ্যালি ও বেতাব ভ্যালিঃ ১২০০ রুপী
** বেতাব ভ্যালির আবার আলাদা টিকেট আছে যা ১০০ রুপী
মিনি সুইজারল্যান্ডঃ ঘোড়ায় ৩০০-৫০০ রুপী
*কিয়োগার লেক একটি ছোট লেক, যা সো মোরিরি যাওয়ার পথে পরে ৷
* সো মানে লেক :-) ৷
*লেহ তে অবশ্যই একটি এক্সিমিলিজেশন ডে রাখবেন ৷ মাথা ধরবে, বমি করা,ঘুম কম হওয়া এগুলো লেহ তে স্বাভাবিক ৷ তাই সাথে সবসময রশুন রাকবেন, পারলে একটি ছোট অক্সিজেন এর বোতল( ৫০০ রুপী, লেহ হসপিটাল গলি) ৷
*গুলমার্গ এর ভেতর সব স্পট ঘুরতে হলে ঘোড়া/ অথবা গাড়িতে এক এক জনকে গুনতে হবে ১০০০-১৫০০ রুপী করে ৷
* গুলমার্গ এর গন্ডোলা রাইড/কেবল কার এর খরচ আলাদা ৷ দুইটি ফেজে বিভক্ত কেবল কারের ৭০০+৮০০=১৫০০ রুপী ৷
* বরফের সময় শ্রীনগর থেকে গুলমার্গ পর্যন্ত সরাসরি জ্বীপ যায়না, যায় টানমার্গ পর্যন্ত ৷ সেখান থেকে আবার ৪০০০ রুপী দিয়ে বিশেষ গাড়ী নিয়ে গুলমার্গ পৌছাতে হয় ৷
* বরফে ঢাকা সময়ে খরচপাতি ২৫% হারে বেড়ে যাবে।
অবশেষে মাথা ঘুরছে খরচ দেখে??
সহজ করে দিচ্ছি,
বাই রোড+ ট্রেনঃ একজনের ২৫০০০ রুপী-২৮০০০ রুপী
বাই রোড+ ট্রেন+ এক্টিভিটিজঃ একজনের ৩২০০০ রুপী-৩৫০০০ রুপী
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৮
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সবুজের মাঝে বড় হলেন, বাচ্চার জন্যে সবুজ রাখবেন না?

লিখেছেন অপলক , ২৬ শে এপ্রিল, ২০২৪ সকাল ৯:১৮

যাদের বয়স ৩০এর বেশি, তারা যতনা সবুজ গাছপালা দেখেছে শৈশবে, তার ৫ বছরের কম বয়সী শিশুও ১০% সবুজ দেখেনা। এটা বাংলাদেশের বর্তমান অবস্থা।



নব্বয়ের দশকে দেশের বনভূমি ছিল ১৬... ...বাকিটুকু পড়ুন

আইডেন্টিটি ক্রাইসিসে লীগ আইডেন্টিটি ক্রাইসিসে জামাত

লিখেছেন আরেফিন৩৩৬, ২৬ শে এপ্রিল, ২০২৪ সকাল ৯:৪৬


বাংলাদেশে রাজনৈতিক ছদ্মবেশের প্রথম কারিগর জামাত-শিবির। নিরাপত্তার অজুহাতে উনারা এটি করে থাকেন। আইনী কোন বাঁধা নেই এতে,তবে নৈতিক ব্যাপারটা তো অবশ্যই থাকে, রাজনৈতিক সংহিতার কারণেই এটি বেশি হয়ে থাকে। বাংলাদেশে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালির আরব হওয়ার প্রাণান্ত চেষ্টা!

লিখেছেন কাল্পনিক সত্ত্বা, ২৬ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:১০



কিছুদিন আগে এক হুজুরকে বলতে শুনলাম ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে নাকি তারা আমূল বদলে ফেলবেন। প্রধানমন্ত্রী হতে হলে সূরা ফাতেহার তরজমা করতে জানতে হবে,থানার ওসি হতে হলে জানতে হবে... ...বাকিটুকু পড়ুন

সেকালের পাঠকপ্রিয় রম্য গল্প "অদ্ভূত চা খোর" প্রসঙ্গে

লিখেছেন নতুন নকিব, ২৬ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:৪৩

সেকালের পাঠকপ্রিয় রম্য গল্প "অদ্ভূত চা খোর" প্রসঙ্গে

চা বাগানের ছবি কৃতজ্ঞতা: http://www.peakpx.com এর প্রতি।

আমাদের সময় একাডেমিক পড়াশোনার একটা আলাদা বৈশিষ্ট্য ছিল। চয়নিকা বইয়ের গল্পগুলো বেশ আনন্দদায়ক ছিল। যেমন, চাষীর... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাসের কি প্রমাণ আছে?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৩১



এক অবিশ্বাসী বলল, বিশ্বাসের প্রমাণ নাই, বিজ্ঞানের প্রমাণ আছে।কিন্তু অবিশ্বাসের প্রমাণ আছে কি? যদি অবিশ্বাসের প্রমাণ না থাকে তাহলে বিজ্ঞানের প্রমাণ থেকে অবিশ্বাসীর লাভ কি? এক স্যার... ...বাকিটুকু পড়ুন

×