প্রায়ই দেখি সামুতে এই বিষয়ক পোষ্ট আসে। তাতে দুইপক্ষ বেশ ঝাকিয়ে কমেন্ট করে। যা তা কথা হয়। সেই সব কথার ভারে আসল বিষয় উড়ে যায়। ধর্ম একটি অন্ধ বিষয়। সেখানে সবাই অন্ধত্ব দেখাবে সেটাই স্বাভাবিক। তবে সমাজে ধর্মের দরকার আছে। সমাজে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য ধর্ম প্রয়োজন।
মানুষের জন্য ধর্ম নাকি ধর্মের জন্য মানুষ?
আমি যখন জন্মেছিলাম তখন কি ধর্মের ছিলাম?
সবার উপর মানুষ সত্য।
এরকাম অনেক কথাই আছে যা একজন দৃষ্টিবান মানুষ চিন্তা করতে পারে। যে কোন কিছু জানতে হলে জ্ঞান দরকার। আসলেই কি আমরা জানি? জানলে তার কতখানি মানি?
এবার আসুন আসল কথায়।
স্কুলে ইসলাম ধর্ম বইয়ে যেটুকু ধর্ম পড়েছি সেটুকুই আমার ধর্ম সম্পর্কে জ্ঞান। তারপর লোকমুখে শোনা কথায় আরেকটু জ্ঞান বৃদ্ধি পেয়েছে বৈকি। সবখানেই ভাল কাজ করতে বলা হয়েছে।
হালাল হারাম।
মহাপাপ।
ধর্ম নিয়ে ছোটবেলায় পড়া এসব বিষয় এখনও আমার মনে আছে। কিন্তু আসলে কি হয়?
ধর্মে মিথ্যা বলা মহাপাপ: আমাদের কজন সত্যি কথা বলি?
চুরি: আছেন কেউ চুরি করিনি?
গিবদ: প্রতিদিনের ঘটনা।
ঘুস: মামুলি ব্যাপার।
স্বজনপ্রিতি: সমাজে প্রতিষ্টিত।
এতিমের সম্পদ কুক্ষিগত: হরহামেশা বিষয়।
পরনারীতে আসক্ত: গোপনীয় বিষয়।
মদ: সারা মাস রোজা রেখে চাদরাতে একটু না খেলে চলে!!
এমনি দুনিয়ার তাবদ হারাম ও মহাপাপ কাজ আমরা প্রতিদিন করে যাচ্ছি নির্দিধায়। এতে আমাদের ইসলামের কোন ক্ষতি হচ্ছে বলে আমার মনে হয় না। কিন্তু যে লোকটি এসব কাজকে হালাল মনে করে অথবা ইসলামের লেবাস লাগিয়ে একেরপর এক করে যাচ্ছে ঠিক তাকেই এক বাটি রান্না করা শুয়োরের মাংস সামনে দিন, দেখুন সে একলাফে বলে উঠবে আমি মুসলমান, শুয়োরের মাংস খাই না।
হা হা হা
ব্লগার ভাইরা শুধুমাত্র শুয়োরই পারে এই দেশের মানুষকে মুসলমান বানাইতে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



