জনাব আনোয়ার হোসেন। দেশ বরেণ্য ফটোগ্রাফার।
প্রিয় ব্লগার ফটোগ্রাফার ভায়েরা, আপনারা কেউ কি দেখেছেন... দেশের প্রবীন ফটোগ্রাফার আনোয়ার হোসেনের কথা বন্ধ হয়ে গেছে?
খবরে বলা হয়, জনাব আনোয়ার হোসেন ফটোগ্রাফির পাশাপাশি একজন বিশ্বমানের সাইনটিষ্ট। যিনি কিনা পৃথিবীর একমাত্র গুপ্ত টাইমমেশিনের আবিস্কারক, এই টাইমমেশিন বিষয়ে টিভিতে লাইভ সাক্ষাৎকার দিতে গিয়ে সুন্দরী উপস্থাপিকাকে দেখে তার কথা বন্ধ হয়ে যায়।
সকল টেলিভিশনে দেখাচ্ছে যে তিনি আর কথা বলতে পারছেন না। তখনই একটা ট্রাক থেকে সুন্দরী রমনী ট্রাকড্রাইভার নেমে এলে এই বর্ষিয়ান ফটোগ্রাফার আনোয়ার হোসেনের কথা ফাইনালি বন্ধ হয়ে যায়।
বিষয়টি দেশের বৃহৎ একটি মোবাইল ফোন কোম্পানী থেকে স্বীকার করা হয়েছে।
সামু সহ সকল ব্লগের ব্লগার এবং ফটোগ্রাফারের পক্ষ থেকে তার আশু রোগমুক্তি কামনা করা হয়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


