শৈশব জীবনে পড়া কবিতা সে কি আর বলতে হয় বৃদ্ধা বয়সেও অনেকেই অর্নগল বলতে পারেন। যাইহোক,শৈশবের কিছু খেলা যা আপনাদের মাঝে শেয়ার করলাম।
নিজেরদের বাশ ঝাড় ছিলো বলে এবং বাড়ির পাশের দোকানে সুতা কিনতে পাওয়া যেত বিধায় খুব সহজেই নিজের ইচ্ছা মত ঘুড়ি বানাতাম।
যে খেলায় আমার পারফরমেন্স ছিলো একদম জিরো। কোনদিনই এই খেলায় ভালো করতাম না। সবসময়ই হেরে যেতাম ।
দুপুরে কড়া রোদে যে কাজটি করতাম যা করা আমার মোটেই উচিত হয়নি। কি করবো শৈশব বলে কথা। শৈশব কি আর বাধা মানে দুপুরে কড়া রোদ আর মায়ের শাষন।
বিকাল হলেই সবাই একত্র হতাম বাড়ির পাশের মাঠে আর সবাই মিলে খেলতাম মজার খেলা গোল্লাছুট।
ছেলেমেয়ে বিভেদ নাই
খেলি মজার খেলা
এই খেলাতে বহুত হাসাহাসি
নাম তার কানামাছি।
যে খেলাটা পাল্লা দিয়ে খেলতাম কে কার আগে যেতে পারে ।
শাগকে যে কতবার মেরেছি এই খেলা খেলতে গিয়ে তার কোন ইয়াত্তা নাই। দেশে গেলে এখোনো বলে কি খেলবি আমার সাথে মোরগ লড়াই।
ছবি দেখে কেউ বলবেন না মারামারি করছি । এই খেলার নাম হাডুডু।
অনেক বার পায়ে ব্যথা পেয়েছিএই খেলা খেলতে গিয়ে।
খুব বিপদজনক খেলা ডাংগুলি । একবার আমার কানে লেগেছিলো । সেই খত দাগ এখনো আছে।
পাল্লা দিয়ে খেলতাম লাঠিম । কে কতক্ষন লাঠিম ঘুরাতে পারে মাটিতে বা হাতে।
যে খেলায় আমার পারফরমেন্স ছিলো সেরা। দু - চারজন আমাকে অলরাউন্ডার হিসাবে খুব মান্য করত। এখনো সময় পেলে এই খেলাটা খেলি।
বিঃদ্র- ছবি গুলো নেট থেকে নেওয়া । আজ আমার শৈশব জীবনের কথা খুব মনে পড়ছে তাই এই পোষ্ট লেখা ।
লেখার মাঝে কোন ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি ।
ভালো থাকবেন সবাই ।
সবাইকে ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




