সাভারে রানা প্লাজা ধ্বস, চট্টগ্রামে ফ্লাইওভার ধ্বস, সাভারে তাজরিন গার্মেন্টসে আগুন . . . . . .
আরো কত দুর্ঘটনা একটার পর একটা আমাদের দেশে ঘটেই যাচ্ছে।
মাত্র একটি বিল্ডিং ধ্বসে পড়েছে তাতেই দিনের পর দিন লেগে গেল এখনো সম্পূর্ণ ডাস্ট নিষ্কাশন করা সম্ভব হল না। কিন্তু জাপান অত্যান্ত ভূমিকম্প প্রবন একটি দেশ। ঐ দেশে ভুমিকম্পে একাধিক বিল্ডিং ধ্বসে পড়লেও তাদের তা নিষ্কাশন করে আহতদের উদ্ধার করতে মাত্র কয়েক ঘন্টা সময় লাগে।
# এই দুর্ঘটনা পর উদ্ধারে কোন তৎপরতা নেই। একটি মাত্র বিল্ডিং তা পরিষ্কার করে লোকজনকে উদ্ধার করতে কত সময় লেগে যায়!
# এই দুর্ঘটনায় আহতদের ভাল চিকিৎসার জন্য ভাল ব্যাবস্থা নেই। দেশে কোন মহামারীও লাগেনি অথচ হাসপাতালে জায়গা দেয়া যাচ্ছে না।
# আহতদের দ্রুত অন্যান্য হাসপাতালে স্থানান্তরিত করার কোন ভাল পরিবহন ব্যবস্থা নেই।
# এই বিষয়ে সরকারেরও তেমন কোন মাথা ব্যাথা নেই। লোকজন মরলেই কি আর বাঁচলেই কি?
যে কোন দুর্ঘটনার পর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রী শোক প্রকাশ করে, এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষনা করা হয়, নিহতের পরিবারদের মধ্যে কয়েকজনকে সরকার লোক দেখানো কিছু টাকা দিবে, অতঃপর তিন-চার সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি গঠন করা হবে, তারপর তদন্ত কমিটি নিজেই একসময় হারিয়ে যাবে, আমরাও সবকিছু ভুলে স্বাভাবিক হয়ে যাবো,
-তারপর আবার কোথাও না কোথাও ফ্লাইওভার ধসে পড়বে, বিল্ডিং ধসে পড়বে, গার্মেন্টেসে আগুন লাগবে। কিছু মানুষ মারা যাবে।
এত দুর্যোগ বার বার পুনরাবৃত্তি হওয়ার পরও আমরা এবং কর্তৃপক্ষ এ থেকে কোন শিক্ষা নেয় না। পরবর্তী দুর্যোগে যাতে সহজেই মানুষের প্রান বাঁচানো যায় সেজন্য নেয়া হয় না কোন পদক্ষেপ, নেয়া হয় না কোন ব্যাবস্থাপনা।
দুর্যোগের কোন আগাম প্রস্তুতি, কোন আগাম ব্যাবস্থাপনা কিছুই নেয়া হয় না এদেশে।
বিশেষজ্ঞরা বলেছিলেন- ঢাকা শহর ভূমিকম্পের চরম সীমায় রয়েছে। যদি কখনো আমাদের এই ঢাকা শহরে কোনদিন একটা উচ্চ মাত্রার ভূমিকম্প হয় তবে সেই ডাস্ট নিষ্কাশন করে কংক্রিটের নিচে চাপা পড়ে থাকা মানুষকে উদ্ধার করতে এই দেশের কর্তৃপক্ষের এক যুগ লেগে যাবে। সারা শহর আধা পঁচা বীভৎস এক নরকে পরিণত হবে।
- - - - - - - - - - - - - - - - - - - - - - -
# আমাদের দেশের সার্বিক ব্যাবস্থাপনায় এত গোলযোগ কেন?
# কেন আমরা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এত পিছিয়ে?
# কেন আমরা প্রযুক্তিগত ক্ষেত্রে পিছিয়ে?
# কেন আমরা যোগাযোগগত ক্ষেত্রে পিছিয়ে?
# কেন আমরা শিক্ষাগত ক্ষেত্রে পিছিয়ে?
কেন আমরা নিজেদেরকে একটি সফল জাতিতে পরিণত করতে পারছি না?
" আবু বকর (রাঃ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা: ) বলেছেন -সেই জাতি কোনোদিন-ই সফলকাম হতে পারবেনা যারা তাদের শাসনক্ষমতা একজন নারীর হাতে তুলে দেয়।"
[সহীহ বুখারী, ১০ম খন্ড, ফিতনা অধ্যায়, হাদীস নং-৬৬১৮]
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১৩ সকাল ১১:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




