অধিকাংশ ক্ষেত্রেই নওমুসলিমরাই ইসলামকে সঠিকভাবে পালন করে থাকে। কারণ তারা জেনে বুঝে মুসলিম হয়েছে।
আর আমারা ইসলামকে কম মানি আর বোঝার চেষ্টাও করিনা,
কারণ আমারা জন্মগত মুসলিম !!!
আমাদের দেশের জন্মগত মুসলিম গুলো ইসলাম বলতে শুধু টুপি আর দাড়িকেই বোঝে। তাদের ইসলামের বিধি-বিধান সম্পর্কে তেমন কোন জ্ঞান নেই। আজ মসজিদে বয়স্ক এক লোক, ইয়া লম্বা দাড়ি , সাদা জোব্বা, দেখে মনে হল কোন আলেম। আমি নামাজের সময় কাতার ঠিক করার জন্য পায়ের সাথে পা লাগানো তো দুরের কথা, শুধু তার কাঁধের সাথে কাঁধ লাগাতেই সে চাপতে শুরু করল। সেও চাপে, আমিও তার দিকে চাপি। এক পর্যায়ে সে আমার উপর ভীষণ চটে গেল।
সে বলল- এই গরমের মধ্যে এত চাপতেছেন কেন?
আমি তার রাগের কোন প্রতিক্রিয়া না দেখিয়ে খুব শান্তভাবেই বললাম- এটা রাসুলের (সাঃ) আদেশ। কাতারে ফাঁকা রাখলে শয়তান ফাঁকের মধ্য দিয়ে যাতায়াত করে।এর উত্তরে সে বলল- আপনি কি দেখেন না, সবাই তো ফাঁকা-ফাঁকা হয়েই দাঁড়াচ্ছে। তাদের নামাজ কি হয় না। এভাবে নামাজ পড়লেও হবে।
পরে সে রাগ করে পেছনে গিয়ে দাঁড়াল।
এরা আসলে নামে মাত্র মুসলিম, জন্মগত মুসলিম, গরুর গোশত খাওয়া মুসলিম। এরা ইসলাম সম্পর্কে একেবারে অজ্ঞ, মূর্খ, জাহিল। এদের কারনেই ইসলামের বদনাম হয়। তাই আমি সকলকে অনুরোধ করব- কোন মুসলিমকে দিয়ে ইসলামকে বিচার করবেন না। ইসলামকে বিচার করুন কোরআন এবং সুন্নাহ দিয়ে। তবেই আপনি ইসলামের সৌন্দর্য খুজে পাবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




