somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

GRE ওয়ার্ড যুদ্ধে উত্তরনের কিছু উপায়

৩০ শে মার্চ, ২০১৪ রাত ৯:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

GRE পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে সবচেয়ে বড় বিভীষিকাময় ব্যাপার সম্ভবত ওয়ার্ড মুখস্ত করা। আমি নিজে এই ব্যাপারটাতে এতো বেশী সাফার করছি যে সেইসব কথা বলতে গেলে কয়েকটি ট্র্যাজিক উপন্যাস লেখা হয়ে যাবে :P। যাইহোক সেইসব কথাই যাচ্ছি না। এতো ট্র্যাজেডির অভিজ্ঞতা ফেস করে শেষ পর্যন্ত যেভাবে জিআরই ওয়ার্ডকে বশে আনলাম সেইসব উপায়গুলা বিশদ ভাবে তুলে ধরার চেষ্টা করবো। জিআরই-র বিদঘুটে শব্দগুলো মুখস্ত করার ইউনিভার্সাল কোন নিয়ম নাই। স্বভাবতই আমার লেখাই যেসব ব্যাপার আসবে সবই ব্যাক্তিগত অভিজ্ঞতার আলোকে। লেখাতা কিছুটা বড় হয়ে গেলেও জিআরই প্রস্তুতি নিতে শুরু করছেন এবং শব্দ মুখস্ত করতে অনেক সমস্যা হচ্ছে এমন সবাইকে ধৈর্য নিয়ে পড়ার অনুরোধ রইলো। বলা যায়না কিছুটা উপকৃত হয়ে যেতেও পারেন।
প্রথমত যে সমস্যাটা হয় সেটা হল ওয়ার্ড কোন বই থেকে পড়া শুরু করবো এবং কতগুলো ওয়ার্ড পড়বো!! আমার অপিনিয়ন হল ওয়ার্ড পড়ার জন্য কোন বই ফলো করাটা মোটেও বুদ্ধিমানের কাজ নয়। কারন, বাজারের সব বইতেই অনেক বেশী ওয়ার্ড দেয়া আছে এবং এইসব অচেনা ওয়ার্ডের সাগরে পড়ে আপনি হাবুডুবু খেতে শুরু করবেন। শুরুতেই ঘাবড়ে যাওয়াটা মোটেও কাজের কথা নয়। তাই আমার মতামত হল, ছোট একটা ওয়ার্ড লিস্ট দিয়ে শুরু করেন। একটা আদর্শ ছোট ওয়ার্ড লিস্ট হল ব্যারন্স ৩৩৩ হাই ফ্রিকোএনসি ওয়ার্ডস। এই ওয়ার্ডলিস্টের সাথে একসাথে প্যারালালী কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড রুট পড়ে নিতে পারলে ভালো হয়। “Painless roots” নামের একটা এন্ড্রয়েড অ্যাপ্স আছে, যেখানে শুধুমাত্র গুরুত্বপূর্ণ কিছু (প্রায় ১৫০ টার মত) ওয়ার্ড রুট দেয়া আছে ওয়ার্ড এক্সামপল সহ। যাদের এন্ড্রয়েড ফোন আছে, তাঁরা অ্যাপ্সটি Click This Link
এই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আপনি যখন ব্যারন্স ৩৩৩ হাই ফ্রিকোএনসি ওয়ার্ডস এবং উল্লেখিত ওয়ার্ডরুট গুলা পড়া শেষ করে ফেলবেন, তখন আরেকটু বড় একটা ওয়ার্ডলিস্ট পড়তে শুরু করুন। এটা হতে পারে “Princeton Hit Parade”. এই লিস্টে ওয়ার্ড আছে প্রায় ৪৫০ টার মত। কিন্তু আপনি এই ৪৫০ টার মধ্যে প্রায় ৭০% আলরেডি পড়ে ফেলছেন ব্যারন্স ৩৩৩ হাই ফ্রিকোএনসি ওয়ার্ডস পড়ার সময়। সো আপনাকে নতুন করে পড়তে হবে মোটামোটি ১৩০ টা নতুন ওয়ার্ড। এটা মোটেও কঠিন কিছু মনে হবেনা। কারন, আপনি যখন ২টা পরিচিত ওয়ার্ডের পরে একটা অপরিচিত ওয়ার্ড পাবেন তখন ওইটা শেখার জন্য স্বভাবজাত একটা আগ্রহ কাজ করবে। সমস্যাটা হয় তখন যখন একটার পর একটা অপরিচিত ওয়ার্ড দেখতে দেখতে হতাশা কাজ করতে থাকে। এই জন্যই আমি বলছি লিস্ট বাই লিস্ট ওয়ার্ড পরেন। হতাশা কিছুটা কম কাজ করবে। যাইহোক, ব্যারন্স ৩৩৩ হাই ফ্রিকোএনসি ওয়ার্ডস শেষ করার পর এক সপ্তাহও লাগবেনা আশাকরি “Princeton Hit Parade” শেষ করতে। এটা শেষ করার পর আপনি ব্যারন্স ৮০০ হাই ফ্রিকোএনসি ওয়ার্ডস এর লিস্টটা পড়তে শুরু করেন, যে লিস্টের ৫০% এর বেশী ওয়ার্ড আলরেডি আপনি জানেন। সুতরাং বাকি শব্দগুলো পড়তে খুব বেশী হলে ৭/৮ দিন সময় লাগার কথা। এই লিস্ট পড়া শেষ মানেই আপনি ভারবাল পার্ট প্র্যাকটিস করার জন্য প্রস্তুত। আরও কিছু ওয়ার্ড পড়তে চাইলে আপনি “Manhattan Prep 1000 GRE Words” এর লিস্টটা চোখ বুলিয়ে নিতে পারেন। অপরিচিত ওয়ার্ড পাবেন ২৫০ টার মত, বাকিগুলো ব্যারন্স ৩৩৩ ও ৮০০ হাই ফ্রিকোএনসি ওয়ার্ডস এবং “Princeton Hit Parade” পড়ার সময় কভার হয়ে গেছে। নতুন জিআরই-এর জন্য এই ওয়ার্ড গুলো পড়াই মোর দ্যান এনাফ। এরপরেও মাঝে মাঝে প্র্যাকটিস করতে গিয়ে অপরিচিত কিছু ওয়ার্ড পাবেন, সেগুলা শিখে ফেলুন এবং একটা খাতায় নোট করে রাখুন। কারো কাছে যদি উল্লেখিত ওয়ার্ড লিস্ট গুলো না থাকে তাহলে Click This Link এই গ্রুপের পিনড পোস্ট থেকে সবগুলো ডাউনলোড করে নিতে পারবেন।
এবার আসি কিভাবে পরবেন এইসব ওয়ার্ড!! ধরেন আপনি ব্যারন্স ৩৩৩ হাই ফ্রিকোএনসি ওয়ার্ডস নিয়ে বসেছেন। আপনার প্রথম কাজ হবে প্রত্যেকটা ওয়ার্ডের পিছনে প্রথমবার ৪/৫ মিনিট করে সময় দেয়া। প্রতিটা ওয়ার্ডের জন্য আপনি অন্তত দুইটা সাইটে অবশ্যই একটু ঢু দিয়ে আসবেন। সাইট দুইটা যথাক্রমে vocabulary.com এবং http://mnemonicdictionary.com/। vocabulary.com -এ প্রতিটা ওয়ার্ডের বিভিন্ন কনটেক্সটে ব্যাবহার দেখানো আছে আর http://mnemonicdictionary.com/–এ প্রতিটা ওয়ার্ড মনে রাখার বিভিন্ন কৌশল দেয়া আছে। একটা ওয়ার্ডের মিনিং পুরপুরি বুঝে উঠার আগে পরের ওয়ার্ডগুলই প্রছিড না করাই ভালো। বাংলা মিনিং দেখতে চাইলে যেকোনো একটা বাংলা ডিকশনারি থেকে দেখে নিতে পারেন। পকেটে নিয়ে ঘুরতে পারবেন এরকম একটা নোটবুকে টুকে নিন প্রতিটা ওয়ার্ডের আদ্যোপান্ত। আপনার যদি একটা এন্ড্রয়েড ফোন থাকে তাহলে এই ঝামেলাটুকুও আপনার করা লাগবেনা। জিআরই ভোকাবিল্ডার নামের একটা অ্যাপ্স আছে যেঁটাতে প্রায় ৩০০০ ওয়ার্ড আছে এবং এখানে প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা মিনিং, ইংরেজি মিনিং, মনে রাখার সহজ উপায়, কনটেক্সটে ব্যাবহার, সমার্থক এবং বিপরীতার্থক শব্দ খুব সুন্দর করে দেয়া আছে। আপনি যখন যে লিস্ট শুরু করবেন সেই লিস্টের ওয়ার্ডগুলো শুধু ফেভারিট লিস্টে নিয়ে নিলেই হবে। ডাউনলোড লিঙ্কঃ Click This Link । ঘরে বসে বসে ওয়ার্ড পড়া ব্যাপারটা অনেক পেইনফুল। অন্তত আমার কাছে এমনটাই মনে হয়। তাই নোটবুকটা অথবা আপনার এন্ড্রয়েড ফোনটা সবসময় সাথে রাখুন এবং জার্নি করার সময়, অফিসে কাজের ফাঁকে, অথবা জ্যামে রাস্তায় আটকে থাকার সময় আপনি বারবার ওয়ার্ডগুলোতে চোখ বুলিয়ে নিন। আমি জিআরই দেবার জন্য যে ১৫০০/১৬০০ ওয়ার্ড পরছিলাম তাঁর মধ্যে ১২০০/১৩০০ ই পড়েছি রাস্তায় জ্যামে আটকে থাকা অবস্থায়। 
যাদের কাছে এন্ড্রয়েড ফোন আছে তাদের জন্য ওয়ার্ড প্র্যাকটিস করার জন্য আরেকটা ভালো অ্যাপ্স হল “Painless GRE”. ডাউনলোড লিঙ্কঃ Click This Link । এই অ্যাপ্সটা আপনি ব্যাবহার করবেন যখন আপনার টার্গেট অ্যামাউন্ট অব ওয়ার্ড পড়া মোটামটি শেষ। এখানে প্রতিটা ওয়ার্ড আসার পর কয়েক সেকেন্ড সময়ের মধ্যে আপনাকে মিনিং মনে করতে হবে এবং সঠিক অপশন চুজ করতে হবে। সতুরাং যে ওয়ার্ডগুলো পড়ছেন সেগুলা মনে থাকছে কিনা সেটা প্র্যাকটিস করার জন্য আদর্শ একটা অ্যাপ্স এটা।
ওয়ার্ডগুলো শেষ হলে ভারবাল প্র্যাকটিস করার পাশাপাশি ওয়ার্ড গুলোও প্রতিদিন একটু একটু করে দেখতে থাকেন। এইসময় আরেকটি কাজ করতে পারেন। ফরহাদ হোসেন মাসুমের তৈরি করা ভোকাবুলারি ভিডিও লেকচার গুলো দেখতে পারেন মাঝে মাঝে। এই ভিডিও গুলো দেখলে আপনার শেখা ওয়ার্ডগুলো ঝালাই হবার পাশাপাশি নতুন কিছু শব্দও শিখে যাবেন নিজের অজান্তেই। ওয়ার্ড পড়তে শুরু করার প্রথম পর্যায়ে এই ভিডিও গুলো দেখলে তেমন সুবিধা হবেনা। তাই আমার মতামত হল উপরোক্ত পদ্ধতিতে প্রথমে ওয়ার্ড মোটামটি পড়ে ফেলার পরে এই ভিডিওগুলো দেখতে শুরু করুন। http://www.shikkhok.com/ এই ওয়েবসাইটে পাবেন এই ভিডিও গুলো।
ওয়ার্ড একবার পড়ে মনে রাখাটা প্রায় অসম্ভব। তাই প্রতিটা ওয়ার্ড বারবার দেখতে থাকুন। মনোযোগ দিয়ে দেখুন শব্দগুলো। অন্তরমিল খুঁজে বের করুন। অন্তরমিল বলতে কি বুঝাইছি সেটা জানতে হলে PERTURB এবং IMPERTURBABLE শব্দ দুটির মিনিং দেখুন :p । শুভকামনা 
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১৪ রাত ৯:৪৬
১১টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার প্রফেশনাল জীবনের ত্যাক্ত কথন :(

লিখেছেন সোহানী, ২৮ শে মার্চ, ২০২৪ সকাল ৯:৫৪



আমার প্রফেশনাল জীবন বরাবরেই ভয়াবহ চ্যালেন্জর ছিল। প্রায় প্রতিটা চাকরীতে আমি রীতিমত যুদ্ধ করে গেছি। আমার সেই প্রফেশনাল জীবন নিয়ে বেশ কিছু লিখাও লিখেছিলাম। অনেকদিন পর আবারো এমন কিছু নিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমি হাসান মাহবুবের তাতিন নই।

লিখেছেন ৎৎৎঘূৎৎ, ২৮ শে মার্চ, ২০২৪ দুপুর ১:৩৩



ছোটবেলা পদার্থবিজ্ঞান বইয়ের ভেতরে করে রাত জেগে তিন গোয়েন্দা পড়তাম। মামনি ভাবতেন ছেলেটা আড়াইটা পর্যন্ত পড়ছে ইদানীং। এতো দিনে পড়ায় মনযোগ এসেছে তাহলে। যেদিন আমি তার থেকে টাকা নিয়ে একটা... ...বাকিটুকু পড়ুন

মুক্তিযোদ্ধাদের বিবিধ গ্রুপে বিভক্ত করার বেকুবী প্রয়াস ( মুমিন, কমিন, জমিন )

লিখেছেন সোনাগাজী, ২৮ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৩০



যাঁরা মুক্তিযদ্ধ করেননি, মুক্তিযোদ্ধাদের নিয়ে লেখা তাঁদের পক্ষে মোটামুটি অসম্ভব কাজ। ১৯৭১ সালের মার্চে, কৃষকের যেই ছেলেটি কলেজ, ইউনিভার্সিতে পড়ছিলো, কিংবা চাষ নিয়ে ব্যস্ত ছিলো, সেই ছেলেটি... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। সাংঘাতিক উস্কানি মুলক আচরন

লিখেছেন শাহ আজিজ, ২৮ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:০৪



কি সাঙ্ঘাতিক উস্কানিমুলক আচরন আমাদের রাষ্ট্রের প্রধানমন্ত্রীর । নাহ আমি তার এই আচরনে ক্ষুব্ধ । ...বাকিটুকু পড়ুন

একটি ছবি ব্লগ ও ছবির মতো সুন্দর চট্টগ্রাম।

লিখেছেন মোহাম্মদ গোফরান, ২৮ শে মার্চ, ২০২৪ রাত ৮:৩৮


এটি উন্নত বিশ্বের কোন দেশ বা কোন বিদেশী মেয়ের ছবি নয় - ছবিতে চট্টগ্রামের কাপ্তাই সংলগ্ন রাঙামাটির পাহাড়ি প্রকৃতির একটি ছবি।

ব্লগার চাঁদগাজী আমাকে মাঝে মাঝে বলেন চট্টগ্রাম ও... ...বাকিটুকু পড়ুন

×