প্রত্যেক বাবা মা এর নিজেদের ছেলেকে তার যৌবনের শুরুতেই সময় মত বিয়ে করানোর দাবী জানিয়ে লিখা শুরু করছি।
আমাগো সমাজে কোন বাপ এর কাছে যদি 15-25 বছরের কোন পোলা আইসা কয় "আব্বু বিয়া করমু", বাপ তখন কয় "তর শরম নাই??? বাপের হোটেলে এমনিই তুই বইয়া বইয়া খাস আবার আরেক ফাউ টাকার কাস্টমার বউ আনতে চাস!!! বাপের টাকায় বউ পালবি শরম নাই???"
আচ্ছা কন তো ভাই এই রকম কথা শুনতে খারাপ লাগে না??? আচ্ছা যখন পোলা টাকা কামায় তখন কি পোলা তার মা মানে পোলার বাপের বউরে আদর যত্ন লালন পালন করে না??? তো পোলা বাপের বউরে আদর যত্ন লালন পালন করতে পারলে বাপ কেন পোলার বউরে আদর যত্ন লালন পালন করতে পারবো না???
কেউ কেউ কইতে পারেন বাপের বউ তো পোলার জন্মদাত্রি লালন পালন কারী মা হেরলাইগা তার ইস্পিশিয়াল যত্ন নিতে হইবো। কথা কিন্তু এক্কেবারে ঠিক কইছেন কিন্তু যদি পোলা আর পোলার বউ মিল্লা যদি মা এর সেবা যত্ন আদর লালন পালন করে তাইলে পোলারে করা মা এর আদর এর একশ ভাগের এক ভাগ হইলেও ফিরাইয়া দেওয়ার আশা করা যায়।
বাপ ও মা এর বুঝা উচিৎ এক্কেবারে যৌবনের শুরুতে পোলারে বিয়া দিলে পোলার চরিত্র খারাপ হইবো না। পোলা ইভ টিজিং করবো না। বউ রে পাইয়া পোলার মাথা থাকবো ঠান্ডা। পোলা পালতে মা বাপের কস্ট কম হইবো কারন পোলারে তখন বউ ই পালবো। পোলা খারাপ কামে সময় নস্ট না কইরা জীবন ও ধর্ম কর্মে মন দিব।
যৌবনের শুরুর স্টেজের ভাইজানরা, বাপ মারে ভালোমত বোঝান। আমার কথামত কাজটা করতে পারলে লাইফটা মজ্জাই মজা। লটজ্ অফ ছেকা খাওয়া লুইচ্চামি, বেহায়াপনা, মারাত্বক পাপ ও আল্লাহ্র অসন্তুস্টি রক্ষা পাইবেন।
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১২ রাত ১:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




