আগামী রোববার থেকে সকল
জটিলতার অবসান ঘটিয়ে অবশেষে
দেশে চালু হচ্ছে ফেসবুকের
বিনামূল্যের ইন্টারনেট সেবা
ইন্টারনেট ডট অর্গ। ফেসবুকের
ইন্টারনেট ডট ওআরজির প্রকল্পের
মাদ্যমে এ সুবিধা পেতে যাচ্ছে
বাংলাদেশ। জানা যায়, প্রাথমিকভাবে মোবাইল
অপারেটর রবির মাধ্যমে এই সুবিধা
দেওয়া হবে। আর এই ইন্টারনেট সেবা
ব্যবহারের মাধ্যমে ফেসবুক,
উইকিপিডিয়া, জাতীয় তথ্য বাতায়ন
এবং কিছু সংবাদপত্রের ওয়েবসাইট
বিনামূল্যে ব্রাউজ করা যাবে।
পরবর্তীতে আরও ওয়েবসাইট এই সেবায়
যুক্ত হবে। প্রকল্পটির সাথে
সংশ্লিষ্টটরা জানান, রোবার
থেকে বাংলাদেশে বিনামূল্যের
এই ইন্টারনেট সুবিধা চালুর পরিকল্পনা
গৃহীত হয়েছে।ইন্টারনেট ডট ওআরজি
হচ্ছে ডাটা খরচ ছাড়াই নির্দিষ্ট কিছু
কনটেন্ট ব্যবহারের নতুন একটি ধারণা।ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বিশ্বের ইন্টারনেট সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় ইন্টারনেট
সেবা দিতে ইন্টারনেট ডটওআরজি
প্রতিষ্ঠা করেন। এটি একটি বৈশ্বিক
অংশিদারাত্বিমূলক উদ্যোগ। এশিয়া,
আফ্রিকাসহ বিভিন্ন মহাদেশের
ইন্টারনেট সুবিধাবঞ্চিত মানুষের
কাছে ইন্টারনেট পৌঁছানোই এর
প্রধান লক্ষ্য।
সূত্র:- ইন্টারনেট।
App url:- http://bit.ly/1D6zrsO
কি ধন্যবাদ পাবো না?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



