
স্ক্যান্ডিনেভিয়ান দেশ সমূহের মধ্যে আইসল্যান্ডকে আগুনের দেশ বলা হয়ে থাকে কেন জানেন?? এই দেশটিতে অনেক গুলো সক্রিয় আগেয়গিরি রয়েছে এবং কিছু কিছু আগেয়গিরি হিমবাহের নিচেও সেরকম পরিমাণে সক্রিয়!!! আজকের মুভি রিভিউ এই আইসল্যান্ডের এক মুভি নিয়ে... তবে প্রথমে স্ক্যান্ডিনেভিয়ানদের মুভি সম্পর্কে নিজস্ব কিছু মতামত উপস্থাপন করব... স্ক্যান্ডিনেভিয়ান মুভির সাথে আমার প্রথম পরিচয় সুইডিশ মুভি বিখ্যাত মিলেনিয়াম সিরিজের প্রথম কিস্তি “The Girl with the Dragon Tattoo” দিয়ে... যারা হলিউড ভার্সন দেখেছেন কিন্তু সুইডিশটা এখনও দেখেননি তাদের বলব...সুইডিশ মুভিটা দেখবেন কখনও সময় করে... Daniel Craig আর Ronney Mara পুরো গামাক্সিন বানিয়েছে মুভিটার... especially Rooney Mara… Lisbeth এর চরিত্র punk, weird হলেও কবর থেকে উঠে আসা কঙ্কালের ছিল না !!! ইন্ডিয়ান মুভির বড় ভাই হলিউড Copy Paste এ… এত খারাপ ভাবে সিনেমার adaptation গুলো বানিয়েছে... মূল সিনেমা দেখলে বোঝা যায় সিনেমা না ইয়ার্কি এটা!! এরপর স্ক্যান্ডিনেভিয়ান আরেকটা সেই মাপের মুভির সাথে পরিচয় হয়... মুভিটি ডেনমার্কের... নাম “The Keeper of the Lost Causes”... এই মুভিটা দেখার পর সাউথ কোরিয়ানদের পর স্ক্যান্ডিনেভিয়ানদের Thriller genre এর প্রেমে পড়ে যাই... ঠাণ্ডার দেশের মানুষ গুলোর মাথাও ভয়াবহ ধরণের ঠাণ্ডা... সেই থেকে প্রথম উপলদ্ধি হল ..... They are cold blooded murderers….আর মাথার উপর দিয়ে চলে যাওয়া সব কাহিনী নিয়ে মুভি তৈরি করে এরা... এদের যে কয়টা মুভি দেখলাম তাতে একটা জিনিস common…. তারা অতীতের স্মৃতি, অতীতের ক্ষত , অতীতের ঘটনা ভুলতে পারে না...... প্রখর স্মৃতিশক্তি সম্পন্ন জাতি !!
"It began in mystery, and it will end in mystery, life consists in penetrating the unknown, and fashioning our actions in accordance with the new knowledge thus acquired."
সিনেমার ঘটনা শুরু হয় একটি বাচ্চা মেয়ের অকাল মৃত্যুর মধ্যে দিয়ে... যার নাম Kola… ডাক্তারদের মতে Kola ছোট থেকেই এক genetical রোগে আক্রান্ত... যার দরুণ তার Brain Tumor হয় এবং সে মারা যায়... Kola র বাবা Orn এক Genetical research lab এ কর্মরত থাকে... এবং Kola র অকাল প্রয়াণে সে মানসিক ভাবে ভেঙ্গে পড়ে। এদিকে সেই শহরে হঠাৎ একদিন এক লোকের খুন হয়... পুলিশ দুইদিন পর তার বাসা ভেঙ্গে তার লাশ উদ্ধার করে... এই কেসের তত্ত্বাবধানে থাকে পুলিশ কর্মকর্তা Erlendeur, Sigurour এবং Katrin… পুলিশ মৃত ব্যাক্তিটিকে ashtray দিয়ে মাথায় আঘাত করে খুন করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করে... Erlendeur এবং তার লোকজন মৃত ব্যাক্তিটির পরিচয়পত্র খুঁজে পায় তার মানিব্যাগে এবং তারা জানতে পারে তার পরিচয়...Holberg … ... তার বাসার তল্লাশি চালাতে চালাতে পুলিশ তার টেবিলের drawer এর নিচে cello tape দিয়ে মারা অবস্থায় একটি খাম খুঁজে পায় এবং খামটি খোলার পর তারা দুইটি ছবি পায়... ছবি দুইটি কিছুটা উদ্ভট...সমুদ্রের ধারে অবস্থিত সমাধি ক্ষেত্রের একটি সমাধির ছবি যাতে Aude- Kolbrun’s daughter খোদাই করে লেখা!! বাড়িটি আরও তল্লাশি করলে পুলিশ আরও একটি ছবি পায় ৭০ দশকের তিনজন যুবকের... এরপর তদন্ত করতে নেমে পড়ে পুলিশ। তদন্তে তারা জানতে পারে Aude নামের মেয়েটি ৪ বছর বয়সে Brain tumor এ মারা যায় এবং এর পর পরই তার মা Kolbrun ও আত্মহত্যার পথ বেছে নিয়েছিল... এই ঘটনা ১৯৭৪ সালের দিকে ঘটে এবং পুলিশ এর সংশ্লিষ্ট ফাইলও পায়!! তবে তারা এও জানতে পারে Kolbrun এর একমাত্র আত্মীয় বলতে তার বোন Elin রয়েছে... যে ঐ সমাধিক্ষেত্রের আশেপাশের এলাকাটাতেই বসবাস করে। এদিকে Erleundeur এর একমাত্র মেয়ে Eva কিছুটা desperate স্বভাবের... বাবার সাথে মেয়ের সম্পর্ক শুধু আর্থিক লেনদেনেই সীমাবদ্ধ। Erleundeur কেসটির তদন্ত করতে ছবিটির সমাধিক্ষেত্রের জায়গাটির পথে রওয়ানা হয়... Elin এর সাথে তার দেখা হয় এবং Elin তার সাথে কথা বলতে অপারগ হয়... খালি রাগের মাথায় বলে তার বোন Kolbrun এর মৃত্যুর পিছনে পুলিশ দায়ী এবং Elinborg মানে মৃত ব্যাক্তিটি Klobrun কে ধর্ষণ করেছিল... যার ফলে জন্ম হয় Aude র... কিন্তু সে বেশিদিন যাবত বাঁচতে পারেনি!! Elin, Erleundeur কে তৎকালীন পুলিশের কর্মকর্তা Runar এর কাছে যেতে বলে...Erleundeur , Runar এর কাছে যায়... কিন্তু সে কোন তথ্য দিতে নাকচ করে দেয়... বাধ্য হয়ে Erleundeur আসলেই Holberg ,Aude র বাবা কিনা তা বিশ্লেষণ করে দেখার জন্য Aude র কবর আবার খনন করায় তার কঙ্কাল তোলার জন্য এবং forensic test এর জন্য পাঠানো হয়। Forensic report এর পর থেকে বেরিয়ে আসতে থাকে লোমহর্ষক কিছু তথ্য... প্রথমত, Aude র কঙ্কাল থেকে তার cerebral অংশ বা মস্তিস্ক তার মারা যাওয়ার পর পরই বের করে নেওয়া হয়েছিল, দ্বিতীয়ত- Aude র এক জটিল ধরণের genetic রোগ ছিল যাকে বলা হয়ে থাকে Neurofibromatosis এবং তৃতীয়ত- এই ঘটনার সাথে মানে Holberg নামের ব্যাক্তিটির সাথে শুধু যে Klobrun এর সংশ্লিষ্টতা রয়েছে শুধু তা নয়...এর সাথে জড়িয়ে রয়েছে আরও একটি অজ্ঞাত নারী চরিত্র!!! Erleundeur তদন্তে নামে Aude র মস্তিস্ক খোঁজার... এবং সে তথ্য পায় মস্তিষ্কটি সংরক্ষিত রয়েছে Jar City তে। এই মস্তিস্কের সাথে এবং Neurofibromatosis এর সাথে হোলবার্গের সংশ্লিষ্টতা কি? কে খুন করে হোলবার্গকে?? গভীর থেকে গভীরতম পর্যায়ে বছরের পর বছর ধরে লুকিয়ে থাকা সেই রহস্যটাই বা কি?? কেন খুন হল হোলবার্গ?? সিনেমাটির সব থেকে যে দিক আমার ভাল লেগেছে... সেটা হল... এর রহস্য উন্মোচনের ধরণ... প্রত্যেকটা চরিত্র একে অপরের সাথে কোন না কোন ভাবে সংশ্লিষ্ট ... এবং সিনেমা দেখতে দেখতে তাসের Spade Trump এর কথা মনে পড়বে... এই যে Trump card পড়ল !!! গোলামের পর বিবি, বিবির পর সাহেব, সাহেবের পর টেক্কার তাস আছে...যখনই ভাববেন এই যে প্লট ধরতে পেড়েছি, প্লট বুড়ো আঙ্গুল দেখিয়ে শেষ অবধি নিয়ে যাবেই যাবে...unpredictable plot!!!! Arnaldur Indrioason এর Myrin উপন্যাসের অবলম্বনে মুভিটি তৈরি হয়েছে......এক কথায় আরেকটা মাথার উপর দিয়ে চলে যাওয়া স্ক্যান্ডিনেভিয়ান treat…. A phenomenal Icelandic mystery thriller it is...!!!

Jar City (Original Title: Mýrin )
Country of Origin: Iceland
IMDB Rating: 7.0/10
Genre: Crime/ Thriller/ Mystery
Cast: Ingvar Eggert Sigurðsson, Ágústa Eva Erlendsdóttir,Björn Hlynur Haraldsson
You Tube link(trailer): https://www.youtube.com/watch?v=DSdkE6CX9n4

সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১৬ বিকাল ৩:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



