‘এ কোন পাগলের হাতে চলে গেছে দেশ, যে পাগলেরা তথাকথিত ছাত্রসংগঠনের হাতে অস্ত্র তুলে দেয়? এরা কোন ধরনের পাগল! এদের মানসিকভাবে চিকিত্সার প্রয়োজন।’ গতকাল সোমবার রাজশাহীতে জাতীয় ঐক্যের ডাকে আয়োজিত জনসভায় সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গনের দাবিতে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন এসব কথা বলেন।
রাজশাহী নগরের আলুপট্টির মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বিকল্পধারার রাজশাহী মহানগরের সভাপতি আকতারুজ্জামান বাবলুর সভাপতিত্বে এ জনসভা হয়।
জনসভায় কামাল হোসেন বলেন, ‘কোনো দলের আইনত ছাত্র অঙ্গসংগঠন থাকতে পারে না, কিন্তু করা হচ্ছে। আর সরকারি মদদ না থাকলে কোন সাহসে তারা অস্ত্র হাতে নেয়?’
কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ সম্পর্কে তিনি বলেন, ‘পত্রিকায় লিখেছে আধিপত্য বিস্তারের জন্য সংঘর্ষ হয়েছে। কৃষি বিশ্ববিদ্যালয় কারও সম্পত্তি নয় যে, সেখানে আধিপত্য বিস্তার করবে।’ তিনি বলেন, ‘আমি মনে করি, এখনো সময় আছে, তোমরা ক্ষমা চাও। ১৬ কোটি মানুষের কাছে ক্ষমা চাও। কেন বিশ্বজিেক জীবন দিতে হলো। এর জন্য ক্ষমা চাইতে হবে। ক্ষতিপূরণ দিতে হবে।’
বিকল্পধারার প্রেসিডেন্ট এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘ক্ষমতা আমাদের টার্গেট না। আমরা ক্ষমতার জন্য আসিনি। আমরা ক্ষমতা নয়, দায়িত্বের যে সরকার, সেই রাজনীতি করতে চাই।’
সমাবেশে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, বাংলাদেশে যে দুটি দল আছে, তারা নামে আলাদা কিন্তু কামে একই। ওরা শুধু আওয়ামী লীগ নয়, শুধু বিএনপিও নয়। ওরা সরকারি দল, না হয় বিরোধী দল।
জনসভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিকল্পধারার মহাসচিব মেজর জেনারেল (অব.) আবদুল মান্নান, বিকল্পধারার সহসভাপতি প্রকৌশলী মো. ইউসুফ, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন, রাজশাহী মহানগর গণফোরামের সভাপতি রফিকুল হাসান, কানসাট বিদ্যুত্ আন্দোলনের নেতা গোলাম রব্বানী প্রমুখ।
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




