বাংলাদেশে এখন কোচিং এর জোয়ার চলছে । যে যা পারে তাই নিয়েই কোচিং সেন্টার খুলে ফেলছে । রাস্তাঘাটে বের হলেই শুধু কোচিং সেন্টার এর বিগ্গাপন । সবাই সবাইকে কোচিং করাচ্ছে । এ যেন এক কোচিং এর মহাযগ্গ ।
কোচিং এর বিগ্গাপন গুলো ও হয় দেখার মত, যেন এই কোচিং করাতেই লুকিয়ে আছে সাফল্যের সব চাবিকাঠি । ছাত্রছাত্রীদের ব্যাপক উৎসাহ দেখে মনে হয় আমাদের এই কোচিং এই আনন্দ ।
স্কুলে ভর্তির কোচিং , বৃত্তি পরীক্ষার কোচিং , জে এস সির কোচিং , এস এস সির কোচিং , এইচ এস সির কোচিং , বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং , জব কোচিং , ইংরেজি কোচিং , মেডিকেল কোচিং , আরও কত্ত রকমের কোচিং । ভাবখানা এরকম কোচিং না করলে সাফল্য অসম্ভব । যাইহোক উনারা মনের আনন্দে কোচিং করাতে থাকুন আর ছাত্ররা কোচিং করতে থাকুক কোন সমস্যা নেই আসুন আমরা ঘুরে আসি একটি ছোট গল্প থেকে ।
আসলে এটা গল্প নয় একটি সত্যি ঘটনা ।কোচিং এর এই বিশাল মহাযগ্গে অনলাইনে আয় করুন স্লোগান দিয়ে বর্তমানে একধরনের কোচিং সেন্টারের আবির্ভাব ঘটেছে । উনাদের এখানে ভর্তি হলেই নাকি মাসে শত শত ডলার আয় করা যায় । ( আহা তাইলে তো বাংলাদেশের ভবিষৎ পুরাই ফকফকা
ক্লাশে জৈনক টিচার ওকে শিখালেন কিভাবে ব্লগস্পটে ব্লগ বানাতে হয় । তারপর কিভাবে অ্যাডসেন্সে আবেদন করতে হয় ।
কিভাবে ওডেস্কে জব এপ্লাই করতে হয় আর কিছু পিটিসি এর লিংক ধরিয়ে দিলেন । এগুলো করতেই করতেই একমাস শেষ । কিন্তু আমার ঐ বন্ধু তো আর অনলাইনে আয় করতে পারে না তার স্বপ্ন স্বপ্নই থেকে যায় । কারন কিভাবে ওডেস্কে কাজ করতে হয় এটা তো একেবারে বেসিক ,ওডেস্কে কাজ করতে হলে যে কোন কাজে দক্ষ হতে হয় সেই কাজটাই ওরা ওকে শেখায় নি । বা ব্লগ লিখে অ্যাডসেন্সে আয় করতে হলে যে ইংরেজিতে ভাল দক্ষতাসহ এসইও পারা সহ আরও অনেক ব্যাপার আছে ঐগুলো সম্পর্কে কোন ধারনাই দেয় নি তাহলে বেচারা আয় করবে কিভাবে । হয়ত ওরা নিজেরাই ঐসব কাজ পারে না কারন ওরা যদি ভাল কাজ পারতো তাহলে ওডেস্কে কাজ করেই টাইম পেত না , আবার কোচিং করানো । সাধারনত যারা অনলাইনে আয় করতে ব্যর্থ হয় তারাই এরকম কোচিং সেন্টার খুলে থাকেন । অনলাইনে আয় থেকে তাদের অনলাইনে আয় করুন বিষয়ক কোচিং সেন্টার ই তাদের কাছে বেশি লাভজনক ।
এখানে ঐসকল অনলাইন আয়বিষয়ক কোচিং সেন্টারগুলো যেসকল সুবিধা নিয়ে থাকে তা হল , তাদের টার্গেট থাকে নতুন ইন্টারনেট ব্যবহারকারীরা যাদের এইসব সম্পর্কে কোন ধারনা নেই । তাদেরকে বেসিক কিছু শিখিয়ে মাসখানেক কাটিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নেয়াই ঐসব প্রতিষ্ঠানের কাজ । তবে কিছু ভাল প্রতিষ্ঠান যে নেই যারা সঠিক দিকনির্দেশনা দেয় তা বলছি না । এখন আমার কথা হল ঐ কোচিং সেন্টার আমার বন্ধুকে যা শিখিয়েছে ৫০০০ টাকার বিনিময়ে তা শিখার ইচ্ছে থাকলে ইন্টারনেটে সামান্য কিছুদিন ঘুরাঘুরি করলেই শেখা যায় । ইন্টারনেটে হাজার হাজার রিসোর্স আছে এসব নিয়ে । যারা নিজে নিজে চেষ্টা করে ইন্টারেট থেকে এগুলোই বের করতে পারবে না তারা অনলাইনে আদৌ আয় করতে পারবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে ।
যতই বলা হোক না কেন মানুষ কোচিং করবেই । কোচিং না করলে যদি কিছু মিস হয়ে যায় , আমাদের নিজের উপর আস্থা থাকে না , সব আস্থা ঐ কোচিং সেন্টারগুলোর উপর । কিছু কোচিং সেন্টারের বিগ্গাপন দেখে আমাকে সত্যি সত্যিই টাশকিত হতে হয় । যেমন :
IELTS এ 7+ এর গ্যারান্টি দিচ্ছি ।
A+ নিশ্চিত ।
ঘরে বসে নিশ্চিত আয় করুন ।
এরকম গ্যারান্টিসহ বা নিশ্চিত লেখা আমি অনেক বিগ্গাপন এই দেখেছি । কিন্তু সবকিছুতো ব্যক্তির যোগ্যতার উপর নির্ভর করে । কোচিং সেন্টারের কর্তাব্যক্তিরা আগেই এরকম নিশ্চিত হন কি করে ???
তো যেভাবে কোন একটা ইস্যু পেলেই সবকিছু নিয়ে ব্যাঙ্গের ছাতার মত কোচিং সেন্টার গড়ে উঠে অদূর ভবিষ্যৎ এ সামুকে নিয়েও কোচিং সেন্টার গড়ে উঠা অসম্ভব নয় । চলুন একটু দেখি সামুকে নিয়ে গড়ে উঠা কোচিং সেন্টার এর বিগ্গাপন কেমন হতে পারে
ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে
বাংলাদেশে আমরাই প্রথম
১০০% হিট ব্লগার হওয়ার গ্যারান্টীসহ
সামু কোচিং সেন্টার
২% ছাড়ে ভর্তি চলছে
ভর্তি হোন আর হিট হোন , হেলায় সুযোগ হারাবেন না
কোর্স কারিকুলাম এবং সুবিধাসমূহ :
১। সামু এবং বাংলা ব্লগ সম্পর্কে সম্যক ধারনা ।
২ । ১৫ দিনের মধ্যে নিক জেনারেল ও ১ মাসের মধ্যে সেফ হওয়ার গ্যারান্টী ।
৩ । প্রতিটি নিকের সাথে ২ টি মাল্টিনিক ফ্রী ।
৪ । আপনি চাইলে ছাইয়্যা নিকেরও ব্যবস্থা করা যাইতে পারে ।
৫ । ছাগু , ভাদা , পাদা , ডেসটিনি গ্রুপ সম্পর্কে বিস্তারিত ধারনা ও আলোচনা ।
৬ । ব্লগ হিট করার গোপন টিপসসমূহ ।
৭ । সামুর নিজস্ব ভাষা সম্পর্কে বিস্তারিত ধারনা ও আলোচনা । যেমন : উওম জাঝা , জুতা সহকারে মাইনাস এগুলো সম্পর্কে পুরোপুরি ধারনা ।
৮ । সামুর বিখ্যাত ব্যাক্তিদের সাথে পরিচয় করিয়ে দেয়া । যেমন: জাকারিয়া স্যার ।
৯ । আস্তিক , নাস্তিক , ১৮+ , চুলকানীমূলক ও ক্যাচালমূলক পোষ্টে ভালভাবে ক্যাচাল করার মত যোগ্য করে গড়ে তুলা হবে ।
১০ । বিভিন্ন ব্লগীয় অনুভূতি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারনা প্রদান ।
১১ । যাদের সামুতে অ্যাকাউন্ট আছে কিন্তু চেষ্টা করেও হিট হতে পারছেন না তাদের জন্য আলাদা শিফটে স্পেশাল ক্লাস ।
১২ । দুর্বল ব্লগারদের জন্য স্পেশাল কেয়ারের ব্যবস্থা ।
১৩ । ব্লগে পোষ্ট দেওয়ার জন্যে নতুন নতুন আইডিয়া সম্পর্কে ধারনা প্রদান ।
১৪ । সম্পূর্ণ শীতাতাপ নিয়ন্ত্রিণ ক্লাশরুম এ প্রজেক্টরের মাধ্যমে শিক্ষাদান ।
১৫ । সামুর অভিগ্গ হিট ব্লগারদের দ্বারা ক্লাশ পরিচালনা ।
আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে যা আমাদের এখানে ভর্তি হলেই বুঝতে পারবেন ।
বিস্তারিত জানতে লগইন করুন : joinakhitbloggar.com
যোগাযোগের ঠিকানা : ৩৮/২ , সামুগলির চিপা
সামুনগর ।
মনে রাখবেন আমরা সর্বদাই দুই ধাপ পিছিয়ে ।
আসন সীমিত । আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ভর্তি করা হবে ।
কোচিং না করে নিজেকে এবং জাতিকে কোনভাবেই অন্ধকারের চিপায় ছুঁড়ে ফেলে দিবেন না
কোর্সের মেয়াদ : ১ মাস । কোর্স ফি: ৫০০০ টাকা
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১২ দুপুর ২:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



