মুক্তিযুদ্ধ নিয়ে বাগাড়ম্বার অনেক শোনা যায়, যে বর্ণনা করে মনে হয় যেন সে নিজেই এককভাবে ঐ সমস্তা ঘটনার স্বাক্ষী।
সঠিক ইতিহাস বর্ণনা করতে শুধু মুখের কথা দিয়ে চলে না। একটি ডিসকোর্স সেই সময় স্বীকৃতি লাভ করে যখন তা বিজ্ঞানসম্মত যুক্তির উপর দাড়িয়ে খাকে। ইতিহাস পুরোটা জানার সাথে আপাত চোখে দেখা ঘটনার মিল নাও থাকতে পারে। মুক্তিযুদ্ধ শুধু ঘোষণা দিয়ে হয়নি বা শুধু অস্ত্র হাতে যুদ্ধ করেই বিজয় আসেনি, সেই সাথে আন্তর্জাতিক রাজনীতিতে যে ভূমিকা রাখতে হয়েছিল এবং সেই বিশ্ব সম্প্রদায়কে নিজেদের সংগ্রামের স্বার্থে অনুকুল পরিস্থিতিতে নিয়ন্ত্রণ করতে হয়েছিল। কারা করেছিল সে সব কাজ? ভারতের সাথে আগরতলা ষড়যন্ত্র, বিশ্বনেতাদের সাথে যোগাযোগ, মার্কিন সপ্তম নৌ বহরের বিপরীতে সোভিয়েত শক্তিকে কৌশলগত অবস্থানে আনা, বিশ্ব জনমত তৈরী, ঘোষণাপত্র, অস্থায়ী সরকার, মুক্তিযু্দ্ধ পরিচালনা, সশস্ত্র বাহিনী গঠন, অস্ত্র সংগ্রহ, পররাষ্ট্র বিষয়ক কার্যাদি এবং সর্বপরি এই বিশাল আয়োজনের জন্য অর্থ সংগ্রহ কারা, কবে, কখন করেছিল? এসব প্রশ্নের জবাব কি আপনি তথ্যসূত্রসহ দিতে পারবেন?
না পারলে, অহেতুক গলাবাজি না করাই ভাল।
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




