somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বকাপ ক্রিকেট সিরিজ পর্ব : পাঁচ।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
টুর্নামেন্ট শুরুর আগে সিডনিতে একই ফ্রেমে ১৯৯২ সালে বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণকারী সব ক্রিকেটার




বিশ্বকাপ ক্রিকেট, ১৯৯২।

♠ আয়োজক : অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড
♠ সময় : ২২ই ফেব্রুয়ারি থেকে ২৫ই মার্চ, ১৯৯২
♠ অংশগ্রহণকারী দলের সংখ্যা : ৯
♠ স্পন্সর : Benson and Hedges
♠ দল সমূহ : অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ (যার মধ্যে জিম্বাবুয়ে আইসিসি ট্রফি-১৯৯০ জয়ী হয়ে অংশগ্রহণ করে)
♠ সর্বমোট ম্যাচের সংখ্যা : ৩৯ (ফাইনাল সহ)
♠ ম্যান অব দা সিরিজ : Martin Crowe (নিউজিল্যান্ড)
♠ সর্বাধিক রান করেন : Martin Crowe (নিউজিল্যান্ড), ৪৫৬ রান
♠ সর্বাধিক উইকেট সংগ্রহ করেন : Wasim Akram (পাকিস্তান), ১৮ উইকেট



সিডনি অপেরা হাউসে £7500 মূল্যের ওয়াটারফোর্ড ক্রিস্টাল ট্রফির সঙ্গে নয় দলের অধিনায়ক





প্রথম সেমি ফাইনাল : নিউজিল্যান্ড বনাম পাকিস্তান


♠ তারিখ : ২১ই মার্চ, ১৯৯২
♠ নিউজিল্যান্ড টসে জয়ী হয়ে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।
♠ স্কোরকার্ড : নিউজিল্যান্ড ৫০ ওভারে ৭ উইকেটে ২৬২ রান করে এবং পাকিস্তান ৪৯ ওভারে ৬ উইকেটে ২৬৪ রান করে।
♠ পাকিস্তান ২৩ রান অতিরিক্ত দিয়েছিল।
♠ নিউজিল্যান্ডের ইনিংসে Martin Crowe সর্বোচ্চ ৯১ রান করেন।
♠ পাকিস্তানের ইনিংসে Inzamam-ul-Haq সর্বোচ্চ ৬০ রান করেন।
♠ নিউজিল্যান্ডের ৪ উইকেট যাবার পর Greatbatch, Martin Crowe এর রানার হিসাবে ব্যবহৃত হয় এবং দুই রান নেবার সময় স্ট্রাইকিং প্রান্তে রান আউট হয়।
♠ পাকিস্তান ৪ উইকেটে জয় লাভ করে।
♠ প্লেয়ার অব দা ম্যাচ : Inzamam-ul-Haq (পাকিস্তান)


০১. ১ম সেমি ফাইনালে পাকিস্তানের Inzamam-ul-Haq ৩৭ বলে ৬০ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন




০২. ১ম সেমি ফাইনালে জয়ের পর পাকিস্তানের Javed Miandad এর বিজয় উল্লাস






দ্বিতীয় সেমি ফাইনাল : ইংল্যান্ড বনাম সাউথ আফ্রিকা


♠ তারিখ : ২২ই মার্চ, ১৯৯২
♠ সাউথ আফ্রিকা টসে জয়ী হয়ে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
♠ বৃষ্টির কারণে সর্বোচ্চ ৪৫ ওভারের খেলা ছিল।
♠ স্কোরকার্ড : ইংল্যান্ড ৪৫ ওভারে ৬ উইকেটে ২৫২ রান করে এবং সাউথ আফ্রিকা ৪৩ ওভারে ৬ উইকেটে ২৩২ রান করে।
♠ ডাকওয়ার্থ / লুইস হিসাব অনুয়ায়ী সাউথ আফ্রিকার, প্রথমে ৪৫ ওভারে ২৭৩ এবং পরে ৪৩ ওভারে ২৫২ রানের টার্গেট নির্ধারিত হয়।
♠ সাউথ আফ্রিকা ২৩ রান অতিরিক্ত দিয়েছিল।
♠ ইংল্যান্ডের ইনিংসে Graeme Hick ৯০ বলে ৯টি চারের সাহায্যে ৮৩ রান করেন।
♠ সাউথ আফ্রিকার ইনিংসে Andrew Hudson সর্বোচ্চ ৪৬ রান করেন।
♠ ইংল্যান্ড ১৯ রানে জয় লাভ করে।
♠ প্লেয়ার অব দা ম্যাচ : Graeme Hick (ইংল্যান্ড)


০১. অসম্ভব টার্গেট




০২. ২য় সেমি ফাইনালে জয়ের পর ইংল্যান্ডের Graham Gooch সাউথ আফ্রিকার Brian McMillan এর সাথে হাত মেলান






ফাইনাল : ইংল্যান্ড বনাম পাকিস্তান

তারিখ : ২৫ই মার্চ, ১৯৯২
মাঠ : মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, মেলবোর্ন, অস্ট্রেলিয়া
দর্শক : ৮৭,১৮২

♠ পাকিস্তান টসে জয়ী হয়ে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।
♠ স্কোরকার্ড : পাকিস্তান ৫০ ওভারে ৬ উইকেটে ২৪৯ রান করে এবং ইংল্যান্ড ৪৯.২ ওভারে ২২৭ রানে অল আউট।
♠ ইংল্যান্ড ৩২ রান অতিরিক্ত দিয়েছিল।
♠ পাকিস্তান ২৪ রান অতিরিক্ত দিয়েছিল।
♠ পাকিস্তানের ইনিংসে Imran Khan ১১০ বলে ৫টি চার এবং ১টি ছয়ের সাহায্যে ৭২ রান করেন।
♠ ইংল্যান্ডের ইনিংসে Neil Fairbrother ৭০ বলে ৩টি চারের সাহায্যে ৬২ রান করেন।
♠ পাকিস্তানের Wasim Akram ১৮ বলে ৪টি চারের সাহায্যে ৩৩ রান এবং ১০ ওভারে ৪৯ রানে ৩ উইকেট তুলে নেন।
♠ পাকিস্তান ২২ রানে জয় লাভ করে।
♠ প্লেয়ার অব দা ম্যাচ : Wasim Akram (পাকিস্তান)



০১. ফাইনালে ব্যাট করছেন পাকিস্তানের Inzamam-ul-Haq




০২. ফাইনাল খেলায় পাকিস্তানের Javed Miandad ৯৮ বলে ৫৮ রান করেন




০৩. ফাইনালে Ramiz Raja কে এল বি ডব্লিউ করেন ইংল্যান্ডের Derek Pringle




০৪. ফাইনালে Imran Khan এর ক্যাচ মিস করেন Graham Gooch




০৫. ফাইনাল খেলায় ইংল্যান্ডের Neil Fairbrother ৭০ বলে ৬২ রান করেন




০৬. ফাইনালে ইংল্যান্ডের Alec Stewart কে আউট করার পর পাকিস্তানের Aaqib Javed এর উল্লাস




০৭. ফাইনালে উইকেট পাবার পর পাকিস্তানের Mushtaq Ahmed এর উল্লাস




০৮. ফাইনালে উইকেট পাবার পর পাকিস্তানের Imran Khan এর উল্লাস




০৯. ফাইনালে শূন্য রানে Ian Botham কে আউট করেন Wasim Akram




১০. Richard Illingworth কে আউট করে পাকিস্তানের জয় নিশ্চিত করেন Imran Khan




১১. ফাইনালে ম্যান অব দা ম্যাচ পুরস্কার হাতে পাকিস্তানের Wasim Akram





কিছু তথ্য:

✪ ১৯৮৭ সালের বিশ্বকাপ হয়েছিল ০৮ই অক্টোবর থেকে ০৮ই নভেম্বর । এরপর যদি ৪ বছর পর বিশ্বকাপ হয় তবে সেটি হতে হবে ১৯৯১ সালের অক্টোবর/নভেম্বর মাসে। কিন্তু সে সময় আবহাওয়া জনিত কারণে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে খেলা সম্ভব নয়। তাই ১৯৯২ সালের ২২ই ফেব্রুয়ারি থেকে ২৫ই মার্চ খেলাগুলো হয়েছিল।
✪ প্রথমবারের মতো রঙ্গিন পোশাকে এবং সাদা বলে খেলাগুলো হয়েছিল।
✪ ১৯৯২ বিশ্বকাপ থেকে খেলোয়াড়দের নাম জার্সির পিছনে লেখা হয়েছিল।
✪ প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছিল কালো সাইট স্ক্রীন এবং বেশ কিছু ম্যাচ ফ্লাডলাইটের আলোতে (দিবা-রাত্রি) হয়েছিল।


০১. ১৯৯২ বিশ্বকাপ থেকে শুরু হয় ফ্লাডলাইটের ব্যবহার




০২. নিউজিল্যান্ডের Dipak Patel স্পিন বল দিয়ে বোলিং শুরু করার নতুনত্ব চালু করেন




✪ বর্ণবাদ নীতি কাঁটিয়ে সাউথ আফ্রিকা প্রথমবারের মতো বিশ্বকাপে অংশগ্রহণ করে।
✪ ১৯৯২ বিশ্বকাপে Round-Robin Tournament ব্যবহার করা হয়। যাতে প্রতিটি দল অন্য দলের সাথে একবার করে মুখোমুখি হয় এবং শীর্ষ চার দল পরবর্তী নক-আউট (সেমি ফাইনাল) পর্বে অংশগ্রহণ করে।


০৩. ১৯৯২ বিশ্বকাপের Round-Robin Stage



✪ ১৯৯২ বিশ্বকাপে ১১ জন আম্পায়ার মনোনীত হয়। যার মধ্যে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ২ জন করে এবং অন্যান্য অংশগ্রহণকারী দেশগুলো থেকে ১ জন করে নেওয়া হয়।
✪ ফাইনাল খেলাটির আম্পায়ারের দায়িত্বে ছিলেন নিউজিল্যান্ডের Brian Aldridge এবং ওয়েস্ট ইন্ডিজের Steve Bucknor।
✪ ১৯৯২ সাল থেকে বিশ্বকাপে ম্যান অব দা র্টুনামেন্ট পুরস্কারটি চালু হয়।
✪ ১৯৯২ সালে শুধুমাত্র দুই ফিল্ডার প্রথম ১৫ ওভারে ৩০ গজ বৃত্তের বাইরে থাকার নিয়ম করা হয়।
✪ সাউথ আফ্রিকা প্রথমবারের মতো বিশ্বকাপে অংশগ্রহণ করে সেমি ফাইনালে খেলে।

০৪. ১৯৯২ সালে নিউজিল্যান্ডের Martin Crowe ম্যান অব দা সিরিজ নির্বাচিত হয়



✪ পাকিস্তান, ইংল্যান্ডের সাথে ১৩ নং ম্যাচে মাত্র ৭৪ রানে অল আউট হয়। যদিও পরে বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করে দুদলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি করে দেয়া হয়।
✪ নিউজিল্যান্ডের Martin Crowe এখন পর্যন্ত যে কোন বিশ্বকাপে ম্যান অব দা সিরিজ হওয়া একমাত্র অধিনায়ক।
✪ ২য় ইনিংসে One Day International এ সর্ব প্রথম জিম্বাবুয়ের বিরুদ্ধে শ্রীলঙ্কা ৩০০ রানের অধিক রান করে। শ্রীলঙ্কা ঐ ম্যাচে ৩১৩ রান করে।
✪ Kepler Wessels ওয়ানডে ইতিহাসে দুই দেশের প্রতিনিধিত্ব করা প্রথম খেলোয়াড়। তিনি ১৯৮২ থেকে ১৯৮৫ পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে খেলেন এবং ১৯৯২ বিশ্বকাপে সাউথ আফ্রিকার অধিনায়কত্ব করেন।


০৫. Kepler Wessels ওয়ানডে ইতিহাসে দুই দেশের প্রতিনিধিত্ব করা প্রথম খেলোয়াড়



✪ ইমরান খান আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করার পর ১৯৮৮ সালে আবার খেলায় ফিরে আসেন। কারণ পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল জিয়া-উল-হকের অনুরোধ ছিল, ইমরান খানের মতো একজন অলরাউন্ডার যাতে আবার পাকিস্তানের অধিনায়কত্ব বা প্রতিনিধিত্ব করতে পারেন।
✪ সেমি ফাইনালে সাউথ আফ্রিকার ব্যাটিং এর সময় বৃষ্টির কারণে ৪২.৫ ওভারে ১২ মিনিটের জন্য খেলা বিঘ্নিত হয়। যখন জয়ের জন্য সাউথ আফ্রিকা দরকার ১৩ বলে ২২ রান। কিন্তু বৃষ্টির কারণে প্রথমে ৭ বলে ২২ রান এবং পরবর্তীতে ১ বলে ২২ রানের অসম্ভব টার্গেট নির্ধারিত হয়। যদিও জয়ের জন্য প্রকৃত দরকার ছিল ১ বলে ২১ রান। /:)
✪ ফাইনাল খেলায় ৩৪ ওভারের পর ইমরান খান, ওয়াসিম আকরামের হাতে বল তুলে দেয়। আকরাম অবিস্মরণীয় পরপর দুই বলে Allan Lamb এবং Chris Lewis কে বোল্ড আউট করে পাকিস্তানের জয় নিশ্চিত করেন।
✪ পাকিস্তান দল তাঁদের পুরস্কারের অর্থ ইমরান খানের মা শওকত খানমের নামে একটি ক্যান্সার হাসপাতাল নির্মাণের জন্য দান করে দেন।


০১. ফাইনালে জেতার পর পাকিস্তান দলের খেলোয়াড়দের উল্লাস




০২. ১৯৯২ সালের বিশ্বকাপ হাতে পাকিস্তান দলের খেলোয়াড়রা




০৩. পঞ্চম বিশ্বকাপ হাতে পাকিস্তান দলের অধিনায়ক Imran Khan





অাগের পর্বসমূহ:
০১. বিশ্বকাপ ক্রিকেট সিরিজ পর্ব : এক।
০২. বিশ্বকাপ ক্রিকেট সিরিজ পর্ব : দুই।
০৩. বিশ্বকাপ ক্রিকেট সিরিজ পর্ব : তিন।
০৪. বিশ্বকাপ ক্রিকেট সিরিজ পর্ব : চার।


তথ্য সূত্র:
০১. www.espncricinfo.com
০২. 1992 Cricket World Cup
০৩. অারো বিভিন্ন সাইট।
২৪টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্যায় অত্যাচার ও অনিয়মের দেশ, শেখ হাসিনার বাংলাদেশ

লিখেছেন রাজীব নুর, ২৮ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:৪০



'অন্যায় অত্যাচার ও অনিয়মের দেশ, শেখ হাসিনার বাংলাদেশ'।
হাহাকার ভরা কথাটা আমার নয়, একজন পথচারীর। পথচারীর দুই হাত ভরতি বাজার। কিন্ত সে ফুটপাত দিয়ে হাটতে পারছে না। মানুষের... ...বাকিটুকু পড়ুন

মুক্তিযোদ্ধাদের বিবিধ গ্রুপে বিভক্ত করার বেকুবী প্রয়াস ( মুমিন, কমিন, জমিন )

লিখেছেন সোনাগাজী, ২৮ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৩০



যাঁরা মুক্তিযদ্ধ করেননি, মুক্তিযোদ্ধাদের নিয়ে লেখা তাঁদের পক্ষে মোটামুটি অসম্ভব কাজ। ১৯৭১ সালের মার্চে, কৃষকের যেই ছেলেটি কলেজ, ইউনিভার্সিতে পড়ছিলো, কিংবা চাষ নিয়ে ব্যস্ত ছিলো, সেই ছেলেটি... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। সাংঘাতিক উস্কানি মুলক আচরন

লিখেছেন শাহ আজিজ, ২৮ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:০৪



কি সাঙ্ঘাতিক উস্কানিমুলক আচরন আমাদের রাষ্ট্রের প্রধানমন্ত্রীর । নাহ আমি তার এই আচরনে ক্ষুব্ধ । ...বাকিটুকু পড়ুন

একটি ছবি ব্লগ ও ছবির মতো সুন্দর চট্টগ্রাম।

লিখেছেন মোহাম্মদ গোফরান, ২৮ শে মার্চ, ২০২৪ রাত ৮:৩৮


এটি উন্নত বিশ্বের কোন দেশ বা কোন বিদেশী মেয়ের ছবি নয় - ছবিতে চট্টগ্রামের কাপ্তাই সংলগ্ন রাঙামাটির পাহাড়ি প্রকৃতির একটি ছবি।

ব্লগার চাঁদগাজী আমাকে মাঝে মাঝে বলেন চট্টগ্রাম ও... ...বাকিটুকু পড়ুন

দ্য অরিজিনস অফ পলিটিক্যাল জোকস

লিখেছেন শেরজা তপন, ২৮ শে মার্চ, ২০২৪ রাত ১১:১৯


রাজনৈতিক আলোচনা - এমন কিছু যা অনেকেই আন্তরিকভাবে ঘৃণা করেন বা এবং কিছু মানুষ এই ব্যাপারে একেবারেই উদাসীন। ধর্ম, যৌন, পড়াশুনা, যুদ্ধ, রোগ বালাই, বাজার দর থেকে... ...বাকিটুকু পড়ুন

×