আমি হেঁটে চলি
অবিরাম অবিশ্রান্ত,
দূর থেকে দূরান্ত -
হেঁটে চলি, হেঁটেই চলি।
হেঁটে চললাম আমি
থোকা থোকা আর ফাঁকা ফাঁকা জোসনায়।
ঝিকি ঝিকি জোসনাফুলে জড়িয়ে গেল পা
ঝির ঝির ফাল্গু হাওয়ায় জুড়ে গেল গা,
যখন আমায় মিশমিশে অন্ধকার ঘিরে ধরে
চেয়ে দেখি হঠাৎ চাঁদ সেথায় হেসে ওঠে।
আমি হেঁটেই চলি
সূর্যকিরণ তখন আগুন ছড়ায় ঠিক মাথা বরাবর
সম্মুখে আমার ভেসে ওঠে হাশরের মাঠ
আমি সাহস করে এগিয়ে যাই, দেখি অথৈ প্রান্তর।
ঘাম ঝরে গা ভিজে যায়
চিকচিক রূপালী বালুরাশি তৃষ্ণা মিটায়
তপ্ত গঙ্গায় আমিও দগ্ধ
তবুও হেঁটে যাই, শুধু হেঁটে যাই।
আমি হেঁটে বেড়াই
সীমাবদ্ধ পৃথিবী ফুরিয়ে যায়।
পৃথিবী অতি ক্ষুদ্র -
এ প্রান্ত থেকে ও প্রান্ত
ঐতো দেখা যায়।
কাল থেকে কালান্তর ঘুরে এমনি করে
ফিরে আসি আমি আপনালয়ে।
১৮.০৩.১৯৯৭
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




