মন আমার টলটলায়মান নদীর মত-
ঢেউ এসে ভাসিয়ে নিয়ে যায়
পদ্মগুচ্ছকে, স্রোত প্রতিদিন সূর্য কিরণকে
সাথে নিয়ে এগিয়ে যায় সামনে
গড়ে তুলে বিশাল পললভূমি।
এইদিন ছিল শতাব্দী আগে
থাকবে শতাব্দী পরে-
শুধু পাল্টে যায় দেহগুলো
পাল্টে যায় বাড়িঘর, ঠিকানা আবাস।
বসন্তে বসন্তে জেগে ওঠে গাছ-পালায়
নতুন শাখা-পল্লব,
কত ফুল সৌরভ ছড়ায়
আবার ঝরে পড়ে,
কত মৌমাছি গুনগুন করে উড়ে বেড়ায়,
কত ঝড়-বাদল জলোচ্ছ্বাস চলে যায়,
ঢাকা দিল্লি বাগদাদ সিন্দু
কায়রো এথেন্স মস্কো
কতবার নাম বদলায়।
খালি রয়ে যায় এইদিন
থেকে যায় মন আমার
গড়ে তুলে বিশাল পললভূমি
মন আমার বিশ্বময়।
১৮.০৭.১৯৯৬
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





