ফারা তন্বীর লেখার একটা সামারি করে দেওয়ার লোভ সামলাতে পারলাম না। এই ক্ষুদ্র লেখাটা ওর লেখার কমেন্টেও যোগ করেছি
নারী-নারী-নারী!
তোর মুখে ঝাঁটা মারি।
মরিস না ক্যান ছুঁড়ি?
বেঁচেই মর, মুখপুঁড়ি।
বাইরে, ঘরে সবজাগাতে
ঘেন্না-লাথি পড়বে পাতে।
এটাই সত্য, খুব স্বাভাবিক--
বুঝলিনা তুই, ধিক্ তোরে ধিক্!
তোর মুখেতে উচিত কথা?
ধড়েতে তোর কয়টা মাথা?
সাহস বেশী দেখাসনা রে,
জীবদ্দশায় মারবে তোরে।
শরীরটা তোর শত্রু বড়ো
অন্যের দোষ নাইকো কারো।
চোখ এড়াবি, শরীর ঢেকে?
তবুও খাবে মনের চোখে!
ওরাই পুরুষ mighty-man!
ওদের কথায় চ্যাতোস্ ক্যান??
ফারার লেখা, আমার অনুপ্রেরণা!!http://www.somewhereinblog.net/blog/meghlahappy/29030058
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০০৯ সকাল ৮:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





