একেকটা লেখার সাথে মন্তব্য গুলো একেকটা মণিমুক্তোর মতো। কার ব্লগে যেন এই কথাটা পড়েছিলাম। আসলেই...লেখার প্রাণসঞ্চার হয় মন্তব্যের আনাগোণায়; প্রতি-মন্তব্যের সংযোজনে।
আমার ব্লগ আজকে কে-কে ঘুরে গেলো, সেটা দেখে ভালো লাগে, একটা প্লাস/মাইনাস পেলেও ভালো লাগে। কিন্তু সময় করে কেউ তার মতামত জানিয়ে গেল, রীতিমত কৃতজ্ঞ লাগে নিজেকে। আমি মন্তব্যের পাল্টা দেওয়ার পর যখন মন্তব্যকারী দ্বিতীয়বার কিছু বলেন, তখন বুঝি, উনি ওনার মন্তব্যের প্রত্যুত্তর আশা করেই লেখাটায় ঘুরে গিয়েছেন এবং আবার বক্তব্য রেখেছেন। মাঝে মাঝে দেখি আমার ভাবনাপ্রসূত লেখাটা ছাপিয়ে নিজেদের মাঝে দ্বন্দ্বে মেতে উঠেছেন কেউ কেউ। সেটাও ভালো লাগে; আমি একটা ডিবেইটের প্ল্যাটফর্ম তৈরী করে দিলাম তাদের জন্য। নিজেকে বেশ ইম্পর্ট্যান্ট মনে হয় তখন। কেউ কেউ এসে নিজের লেখার লিংক দিয়ে যান, মন্দ লাগেনা। আমাকে ওনার লেখার সম্ভাব্য পাঠক হিসেবে মনোনীত করেছেন। লিংক ধরে গিয়ে একটা মন্তব্য ছেড়ে আসার লোভ আর সামলাতে পারিনা।
গতকাল রাতে আমার ব্লগে চোখ বুলালাম। কখন থেকে লেখা শুরু করলাম, প্রথম লেখাগুলো কেমন ছিল দেখছিলাম। প্রথম লেখগুলো বেশী কেউ পড়েইনি মনে হয়। অথচ সেসব ছিল আমার বড় যত্নের লেখা। অনেক আশা করে সেই লেখাগুলো লিখেছিলাম...তাই সেসময়কার মন্তব্যকারীদের খোঁজ নেওয়া আবশ্যক মনে করলাম। এত ভালো ভালো লেখকের লেখার মাঝে তারা আমার লেখা পড়েছেন, কিছু বলে আমাকে উৎসাহিত করেছেন, রীতিমত দায়বদ্ধ হয়ে পড়লাম।
খারাপ লাগলো, প্রথম মন্তব্যকারী শামায়েল এখন আর ব্লগে নেই। তার লেখাগুলো আছে কিন্তু তাতে তার বিচরণ নেই। ভালো লাগলো জেননের ব্লগে ঘুরে এসে। এভাবে একে একে সব মন্তব্যগুলো পড়লাম। কিছু কিছু মন্তব্যের জবাব দেইনি, এতদিন বাদে তা' দিলাম। জানিনা সেই মন্তব্যকারী এখন জবাব পড়বে কীনা। নিজের উপরই রাগ হলো। মানুষ একটা লেখাকে কতটা ইম্পর্ট্যান্স দেয় বলে মন্তব্য রেখে যায়, আর সেটার প্রত্যুত্তরে নিদেনপক্ষে একটা ধন্যবাদ বলতে পারলাম না!!
এখন ভাবছি সবার নামগুলো একসাথে করে নতুন করে তাদের ধন্যবাদ জানাবো, তাদের মন্তব্যের মাধ্যমে আমার লেখাগুলোয় প্রাণসঞ্চার করার জন্য; আমাকে লিখে যাওয়ায় অনুপ্রাণিত করার জন্য!!
নিম্নোক্ত ব্লগাররা আমার কৃতজ্ঞচিত্ত থেকে ধন্যবাদ নিন!!
অক্ষর
অগ্নিশিখা
অগ্রজ
অদ্ভুত
অন্ধ দাঁড়কাক
অনন্ত দিগন্ত
অলস ছেলে
আইরিন সুলতানা
আকাশ_পাগলা
আগামি
আজুরা রাহমান
আবিরে রঙ্গানো
আমড়া কাঠের ঢেকি
আমি নীল আকাশ
আমিন আসিফ
আরাফাত রহমান
আরিফুর রহমান
আলী আরাফাত শান্ত
আশরাফ মাহমুদ
আশিক১১৪
আহমেদ রাকিব
ইমদাদ৩০০৯
ইমন জুবায়ের
ইসানুর
ঋফায রহমান
এ. এস. এম. রাহাত খান
এইচ এ মাহমুদ
একরামুল হক শামীম
একলব্যের পুনর্জন্ম
এডভোকেট
এস বাসার
এস রহমান
এস.কে.ফয়সাল আলম
ও.জামান
কন৭১২০০৩
কুয়াশায় ডাকা
কষ্টের নদী
কৃষ্ণ তরুণ
কাক ভুষুন্ডি
কঁাকন
কাব্য
কালপুরুষ
ক্যামেরাম্যান
খুশবু
গোয়েবলস
ঘুমন্ত পথিক
চতুষ্কোণ
চাচামিঞা
চোরকাঁটা
জইন
জটিল
জনৈক আরাফাত
জ্বিনের বাদশা
জয় রায়
জেনন
জেরী
জোবাইর
টুশকি
টিপূ সুলতান
ডট কম ০০৯
ডিজিটাল কলম
তওসিফ খান
তনুজা
ত্রেয়া
তৃষ্ণার্ত
তামিম ইরফান
তায়েফ আহমাদ
তারার হাসি
তালবেতাল
দুরন্ত স্বপ্নচারী
দেশী পোলা
নয়ন
ন্যায় পথিক
নূর-ই-হাফসা
নুশেরা
নুসরাত জাহান যুথি
নাঈম
নাজনীন১
নাজমুল আহমেদ
নাজিম উদদীন
নাফসানিয়াত ফাতেমা
নাফিস ইফতেখার
নিবিড়
নির্ঝরিনী
নীরজন
নীল_১৭
নীল-দর্পণ
পজিটিভ২৯
পাথুরে
পানকৌড়ি
পাপী ০০৭
পার্থিব রাশেদ
পারভেজ
পুরাতন
ফারহান দাউদ
ফারহানা মাহমুদ
ফারা তন্বী
ফালতু মিয়া
ফিরোজ-২
বুঝতে চাই
বড় বিলাই
ব্রুটাস
ব্ল্যাক মামবা
বলাক০৪
বাবুনি সুপ্তি
বিডিআর
বিডিট্রন
বিদেশী বাঙালী
বিন্দু উদ্ভিদ
বিবর্তনবাদী
বৈকুনঠ
ভুরিদত্ত
ভেবে ভেবে বলি
মুক্ত বয়ান
মদন
মনপুরা
মমমম১২
মুহাম্মদ হাবিব উল্লাহ
মহিউদ্দিন আহামেদ সৈকত
মুহিব
মাহবুবুর রহমান
মাহমুদ ফয়সাল
মিসকল
মেঘের পরে মেঘ
মোঃ আজিজুর রহমান
যীশূ
রথে চেপে এলাম
রুদমী
রনি রাজশাহী
রাজ মো, আশরাফুল হক বারামদী
রাজন রুহানি
রাজীব
রাতমজুর
রাতের বৃষ্টির শব্দ
রিয়াজুল ইস্লাম
রোবোট
রোহান
লুৎফুরমুকুল
লালসালু
লিপিকার
লেখাজোকা শামীম
'লেনিন'
শওকত হোসেন মাসুম
শফিউল আলম ইমন
শুভ৭৭
শয়তান
শ্রাবনের ফুল
শাওন৩৫০৪
শান্তির দেবদূত
শামায়েল
শিলু
শেরজা তপন
সততার আলো
স্বপ্ন নীল
স্বপ্নকথক
সাইফুর
সাগর ঢাকা
সাব ষ্ট্যান্ডার্ড
সায়েমুজজ্জামান
সালাহউদ্দীন আহমদ
সিউল রায়হান
সীমানা পেড়িয়ে
সেলিনা শিরীন শিকদার
সোমা.
হমপগ্র
হ্যামেলিন এর বাঁশিওয়ালা
হাশেম
হাসান মাহবুব
হেমায়েতপুরী
েমা: জােহদ হাসান সায়মন
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




