তখন অনেক সুখী ছিলাম,
তোর পথে উন্মূখী ছিলাম
হাত বাড়িয়ে দাঁড়িয়ে ছিলাম কয়েক মহাকাল!
তুই শরতের মেঘ,
বৃষ্টি হয়ে ধুয়ে দিলি যতটা আবেগ
সৃষ্টি করে রেখে গেলি ' মায়া- মোহ-জাল!

তখন?!
তখন মানে কখন??
যখন তোর হাসির আওয়াজ
বুকের কোণে জাগাতো অনুরন!
যখন তোর অভিমানী মুখ
রাগে আগুন চোখ,
করতো মন দহন!
আর এখন:
এখনো বেশ সুখে আছি,
তোর দেয়া ব্যাথা রুখে আছি,
তোর কারণেই পাল্টে গেছে-
সুখের দশ দিগন্ত!
তুই হয়তো ভালই থাকবি,
পাশের মানুষ ভালই রাখবি!
`এখানেই তোর সুখের শুরু,
ওখানে মোর অন্ত!
ছবি: নেট হতে সংগৃহীত।
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



