
একজন ডাক্তার কিভাবে মাদ্রাসায় না পড়ে আলেম হয়.? কাঠ মোল্লাদের এমন হাস্যকর প্রশ্নের জবাব...
.
যে ভাবে একজন এতিম রাখাল বালক কে আল্লাহ তার অশেষ রহমত দিয়ে দুনিয়ার সর্ব কালের সর্ব শ্রেষ্ঠ মহা মানবের সম্মান দিয়ে রাসূল করেছেন.. করেছেন অনুকরনীয় সবোর্ত্তম আদর্শ ... যে ভাবে আল্লাহ পিতা ছাড়াই মা মরিয়মের গর্ভে হয়রত ঈসা আঃ কে দুনিয়াতে নবী করে পাঠিয়েছেন....
ঠিক সেভাবেই মহান আল্লাহ যাকে খুশি তাকে দিয়ে তার দ্বীন কে জিন্দা করাতে পারেন..
পেশায় সে ডাক্তার হোক আর উকিল মোক্তার যেই ই হোক না কেনো.. সেটা আল্লাহর কাছে বিবেচ্য বিষয় নয়.... তিনি আলেমের ঘরে জালিম পাঠান .. আবার জালিমের ঘরে আলেম সৃষ্টি করেন... .
-
মহান আল্লাহ তো কোন পীর বা কাঠ মোল্লাদের কাছে জিজ্ঞাসা করে তার ইসলাম প্রচারের দ্বায়িত্ব দিবেন না....
ইসলাম সারা মানব জাতির জন্য আশীবার্দ.. এবং এটা প্রচার করা শুধু মসজিদ মাদ্রাসার কতিপয় মোল্লাদের দ্বায়িত্ব নয়... এটা প্রতিটা মুসলিম নর নারীর জন্য ফরজ... (প্রচার করো যদি একটি মাত্র আয়াত ও হয়....)
আর ডঃ জাকির আল্লাহর দেওয়া সেই মহান দ্বায়িত্বটাই পালন করছেন... এবং তিনি যা করেছেন.. তা আল্লাহর রহমত ছাড়া শুধু মাত্র একজন মানুষের পক্ষে তা কোনদিন করা সম্ভব না..
-
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১৭ রাত ২:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




