একটা মানুষ কিসের জন্য বাঁচে? স্বপ্ন নয়কি?
বলতে পারেন,"না। স্বপ্ন ছাড়াও বাঁচার আরো অনেক কারণ আছে! একটি রিক্সাওয়ালাকে প্রশ্ন করুন কিসের জন্য বাঁচে? সে বলবে পেটের জন্য। লাইফ বোঝার জন্য মানুষের সাথে মিশুন, একেবারে রাস্তার মানুষের সাথে। জীবনের এই কাব্যিক ধারণা আর থাকবে না।"
আমার বাড়ি থেকে কিছু দূরে একটি মাঠে খেলতে যেতাম ছোটবেলায়। বিভিন্ন বয়সী ও পরিবারের ছেলেরা আসতো খেলতে। বেশ কিছু বস্তির ছেলেও আসতো খেলতে। তখনো আমার সুশীল সমাজের চোখ ফোটে নাই। তাদের সাথে মিশে যেতাম। খেলতাম প্রাণ ভরে...
তাদের অনেকেই এখন রিকশা চালায়। কেউ দোকানদার, কেউবা মার্কেটের দোকানের কর্মচারী। এখনো বাড়ি গেলে তাদের সাথে দেখা হয়, কথা হয়। সুশীল সমাজের বন্ধুরাতো আছেই।
পড়ি দেশের নামকরা একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে। এখানে বহু কোটিপতির ছেলে পড়ে। আমার মতো মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেই বেশী। বেশী মিশুক হবার কারণে সবার সাথেই আমি অবলীলাক্রমে মিশি।
একটা জিনিস তাদের সবার মাঝেই কমন...সেটা হলো, সবারই একটা স্বপ্ন আছে। হয়তো রিক্সাওয়ালা বন্ধুটির স্বপ্ন নিজের একটা রিক্সা হবে... কোটিপতি বন্ধুটির স্বপ্ন একটা জাগুয়ার কেনা...
সবকিছু পাবার পরও একটা মানুষ আত্মহত্যা করে, কেন?? তার সামনে কোন স্বপ্ন থাকেনা, জীবনের কোন অর্থ থাকেনা। আবার স্বপ্ন হারানোর বেদনাতেও অনেকে আত্মহত্যা করে! একটি স্বপ্ন যখন পূরণ হয়, মানুষ তার চেয়েও বড়ো কোন স্বপ্ন দেখতে শুরু করে।
আমি বিশ্বাস করি, প্রতিটি মানুষ একটি স্বপ্নের জন্য বাঁচে, তার আত্মার মৃত্যু হয় যখন সে স্বপ্ন দেখেনা।
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১০ রাত ৩:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



