আমরা জানি যুদ্ধাপরাধি দের বিচার ঠেকানোর জন্য জামাত প্রচুর টাকা খরচ করছে। প্রচুর মানে কত? শুধু আমেররিকাতে জামাতি লবিইস্ট নিয়োগ করা হয়েছে ২৫ মিলিয়ন ডলার খরচ করে। যা বাংলাদেশি টাকায় ২১২ কোটি টাকার উপরে।
এই টাকার কুফল আমরা দেখছি। নির্লজ্জ মিথ্যা কথা তারা সারা পৃথিবী ব্যাপি ছড়াচ্ছে। হাজার হাজার ব্লগার / হ্যাকার কত কি তারা নিয়োগ দিয়েছে। তারা দিন রাত চব্বিশ ঘন্টা জামাতি প্রপাগান্ডা প্রচার করছে। এমনকি দি ইকোনোমিস্ট এর মত পত্রিকাও তারা কিনে ফেলেছে টাকার বিনিময়ে।
কথা হল এই টাকা তারা পেল কোথায়? কেউ বলে সৌদি টাকা। হতে পারে। কিন্তু সেই সাথে দ্বায় কিন্তু আমাদের ও আছে। আমরা আপনারা যারা একবার হলেও ইবনে সিনা হাসপাতাল এ গিয়েছি তারাই জামাতই দের কিছু টা হলেও ফিনান্স করেছি। কারন ইবনে সিনা হল জামাতি মালিকানাধিন একটি প্রতিষ্ঠান। এবং জামাত এর এই অঢেল টাকা পয়সার মধ্যে অনেকটাই আসে এই ধরনের ব্যাবসায়িক প্রতিষ্ঠান থেকে।
এই দ্বায় কি আপনি নিতে চান? জামাতি মিথ্যাকথার মেশিন এ কি আপনি আপনার এক পয়সাও দিতে চান? আমরা না জেনে বা না বুঝে ভুল করে এই পুরানো শত্রু; একাত্তর এর শয়তানদের ফিনান্স করে যাচ্ছি। এটা বন্ধ করার জন্য আমাদের উচিত ইবনে সিনা ও অন্যান্য জামাতি প্রতিষ্ঠান পূর্নরুপে বর্জন করা। আরেকটি মুক্তি যুদ্ধ চলছে। আমাদের সচেতন হতে হবে এদের প্রতিষ্ঠানকে আমরা আর এক পয়সাও দিতে চাই না।
কি কি প্রতিষ্ঠান আছে জামাত এর? এ ব্যাপার টা আমরা সবাই চেষ্টা করলে অবশ্যই বড় একটা লিস্ট তৈরি করতে পারি। আপাতত আমি ইবনে সিনা দিয়ে শুরু করলাম। আপনারা আমাকে কমেন্ট এ অন্যান্য নাম বলুন। আমি যোগ করে দিব।
লিস্ট:
ইবনে সিনা
নয়া দিগন্ত
দিগন্ত টিভি
ইসলামি ব্যাংক
রেটিনা কোচিং
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



