আমার এক cousin সস্ত্রীক US থাকেন। ভাবীর পরিবারও US থাকেন।
একবার ভাবী এলেন তার ভাইয়ের জন্য পাত্রী খুঁজতে। যথারীতি বাংলাদেশের ঐশ্বরিয়া রাইকে খোঁজা হলো এবং চিটাগাং এর ১ সুন্দরীর কপাল ফিরলো। যাহোক সে অন্য প্রসঙ্গ।
ভাবীকে প্রশ্ন করেছিলাম, “আপনার ভাইতো দীর্ঘদিন বাইরে থাকেন, ওনার জন্য ওখানকারই ১টা বাঙ্গালী মেয়ের সাথে বিয়ে হলে ভাল হতোনা? Understanding এ better সুবিধা হতো।“
উনি আস্তে করে বললেন, “ওখানকার বাংলাদেশী মেয়েরা ভালনা”।
আমি হেসে বলেছিলাম, “ভাবী, যে কারণে মেয়েরা ভাল না, সেই কারণগুলোতো আপনার ভাইয়ের জন্যও ওখানে বিদ্যমান। বরং হয়তো আরও সহজলভ্য। আপনার ভাই কি তাহলে ভাল?”
উনিও হাসলেন, তবে কোন জবাব দিতে পারলেন না।
সুতরাং যে সমস্ত বাংলাদেশী পুরুষ বাইরে থাকেন, তাদের প্রতি অভিবাদন। কারণ আপনারা ভাল। আপনাদের গায়ে কোন দাগ লাগেনা। আর মেয়েদের প্রতি সমবেদনা, কারণ আপনারা ভালনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




